Bengali To English Conversation, To Start a Conversation বাংলা থেকে ইংরেজি কথোপকথন, কথোপকথন শুরু করতে
To Start a Conversation Bengali To English Conversation | বাংলা থেকে ইংরেজিতে কথোপকথন শুরু করতে
Firstly, I’d like to introduce … → (ফাস্টলি, আই’ড লাইক টু ইন্ট্রোডিউস) = প্রথমত, আমি পেশ করতে চাই...।
Please join me in welcoming … →(প্লিজ জয়েন মি ইন ওয়েলকামিং) = দয়া করে আমার সাথে অংশগ্রহণ করুন স্বাগতম জানাতে...।
Everyone has arrived now. So let’s get started. → (এভরিওয়ান হ্যাস এরাইভড নাউ। ছো লেট’স গেট স্টার্টেড) = সবাই পৌঁছে গিয়েছে। শুরু করা যাক তাহলে।
My name is John and I am responsible for… → (মাই নেইম ইজ জন এ্যান্ড আই এ্যাম রেসপন্সিবল ফর) = আমার নাম জন এবং আমি দায়িত্বে আছি...।
Let me introduce myself. → (লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ) = আমি নিজের পরিচয় দিয়ে নিচ্ছি।
For those of you who don’t know me yet, I am … → (ফর দোজ অব ইউ হো ডন’ট নোও মি ইয়েট, আই এ্যাম) = আপনারা যারা আমাকে এখনো চিনেন না, আমি হলাম ...।
Hi, I'm John. → (হাই, আই’ম জন) = হাই, আমি জন।
I am from Toronto, Canada. → (আই এ্যাম ফ্রম টরেনটো, কানাডা) = আমি থাকি টরোন্টো, কানাডায়।
Please, call me Robert. → (প্লিজ, কল মি রবার্ট) = দয়া করে আমাকে রবার্ট ডাকুন।
Hello, my name is John Robert. → (হ্যালো, মাই নেইম ইজ জন রবার্ট) = হ্যালো, আমার নাম জন রবার্ট।
I graduated in IT from the University of London. → (আই গ্রাজুয়েটেড ইন আই টি ফ্রম দা ইউনিভারসিটি অব লন্ডন) = আমি আইটি’র উপর স্নাতক করেছি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে।
Good morning. Who is he? → (গুড মর্নিং। হো ইজ হি?) = শুভ সকাল। উনি কে?
I live in Chicago. → (আই লিভ ইন শিকাগো) = আমি শিকাগোতে থাকি।
I come from New York. → (আই কাম ফ্রম নিউ ইয়র্ক) = আমি নিউ ইয়র্ক থেকে এসেছি।
My name is Abraham. → (মাই নেইম ইজ আব্রাহাম) = আমার নাম আব্রাহাম।
I am from Michigan. → (আই এ্যাম ফ্রম মিশিগান) = আমি মিশিগান’এর বাসিন্দা।
I live in London. → (আই লিভ ইন লন্ডন) = আমি লন্ডনে থাকি।
I’m a student. → (আই’ম এ স্টুডেন্ট) = আমি একজন ছাত্র।
I’m studying English. → (আই’ম স্টাডিং ইংলিশ) = আমি ইংলিশ নিয়ে পড়ছি।
I like reading books. → (আই লাইক রিডিং বুকস) = আমি বই পড়তে পছন্দ করি।
How do you do? → (হাউ ডু ইউ ডু?) = কেমন চলছে?
What is your last name, please? → (হোয়াট ইজ ইয়োর লাস্ট নেইম, প্লিজ?) = আপনার নামের শেষ অংশ কি দয়া করে বলবেন?
What is your first name? → (হোয়াট ইজ ইয়োর ফাস্ট নেইম?) = আপনার নামের প্রথম অংশ কি?
Glad to meet you. → (গ্ল্যাড টু মীট ইউ) = দেখা হয়ে ভালো লাগলো। অথবা বলতে পারি।
অথবা বলতে পারি,
Pleased to meet you. → (প্লিজড টু মীট ইউ) = দেখা হয়ে ভালো লাগলো।
অথবা বলতে পারি,
Nice to meet you. → (নাইস টু মীট ইউ) = দেখা হয়ে ভালো লাগলো।
This is John. → (দিস ইজ জন) = এই হলো জন।
Have you met my colleague Robert? → (হেভ ইউ মেট মাই কলীগ রবার্ট?) = আপনাদের কি আমার কলিগ রবার্টের সাথে দেখা হয়েছে?
She's my cousin. → (শি’জ মাই কাজিন) = সে আমার কাজিন।
He's a friend of my brother. → (হি’স এ ফ্রেন্ড অব মাই ব্রাদার) = সে আমার ভাইয়ের বন্ধু।
Have you met him? → (হেভ ইউ মেট হিম?) = আপনাদের কি তার সাথে দেখা হয়েছে?
May I introduce my friend to you? → (মে আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড টু ইউ?) = আমি কি আমার বন্ধুকে আপনাদের সাথে পরিচয় করাতে পারি?
This is my friend John. → (দিস ইজ মাই ফ্রেন্ড জন) = এই আমার বন্ধু জন।
I'd like you to meet my colleague Mr. John. → (আই’ড লাইক ইউ টু মীট মাই কলীগ মিস্টার জন) = আসুন পরিচিত হই আমার কলিগ মিঃ জনের সাথে।
It was really nice meeting you. → (ইট ওয়াজ রিয়েলি নাইস মিটিং ইউ) = আপনার সাথে দেখা হয়ে আসলেই খুব ভালো লাগলো।
Good afternoon. May I introduce myself? My name is John. → (গুড আফটারনুন। মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? মাই নেইম ইজ জন) = শুভ বিকাল। আমি কি আমার পরিচয় দিতে পারি? আমার নাম জন।
Comments
Post a Comment
Dear User Please do not enter any spam link in the comment box. Thanks