Skip to main content

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট



ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English 

আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন।


We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily.


English Sekhar Sohoj Upay  Part1  Part2  Part3  Part4  Part5  Part6  Part7  Part8  Part9  Part10


Easy Way To Learn English From Beginner To Advanced level Bangla Website For Learning English ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট প্রাথমিক থেকে উন্নত স্তরে ইংরেজি শেখার সহজ উপায় 

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

পার্ট ১

The easy way to learn English is Part 1


let's → (লেট'স) = চলো

start → (স্টার্ট) = শুরু করা

with → (উইথ) = সাথে

english → (ইংলিশ) = ইংরেজী

Let's start with english! → (লেট'স স্টার্ট উইথ ইংলিশ) = চলো ইংরেজীতে শুরু করি!

 

I → (আই) = আমি

like → (লাইক) = পছন্দ করা

I like → (আই লাইক) = আমি পছন্দ করি।

you → (ইউ) = তুমি

I like you: → (আই লাইক ইউ) = আমি তোমাকে পছন্দ করি।

 

your → (ইয়োর) = তোমার

smile → (স্মাইল) = হাসি

I like your smile → (আই লাইক ইয়োর স্মাইল) = আমি তোমার হাসি পছন্দ করি।

 

how → (হাউ) = কেমন

are → (আর) = হয়কি? / আছে / হই এসব অর্থে ব্যাবহার হয়।

How are you? → (হাউ আর ইউ?) = তুমি কেমন আছ?

 

that → (দ্যাট) = যার

means → (মিন্স) = মানে

fine → (ফাইন) = ভাল

Are you fine? → (আর ইউ ফাইন?) = তুমি ভাল আছ?

 

am → (এ্যাম) = আছ / হয় / হই এসব অর্থে ব্যাবহার হয়।

I am fine → (আই এ্যাম ফাইন) = আম ভাল আছি।

and → (এ্যান্ড) = এবং

And you? → (এ্যান্ড ইউ) = এবং তুমি? (তার মানে আমি ভাল এবং তুমি কেমন আছ?)

 

also → (অলসো) = ও

I am also fine → (আই এ্যাম অলসো ফাইন) = আমিও ভাল আছি।

 

is → (ইজ) = হয়

not → (নট) = না

bad → (ব্যাড) = খারাপ

He is not bad → (হি ইজ নট ব্যাড) = সে খারাপ না।

 

bed → (বেড) = বিছানা

(এখানে মনে রাখবেন bed-অর্থ বিছানা আর bad-অর্থ খারাপ এখানে বানান মনে রাখতে হবে)

 

this → (দিস) = ইহা

my → (মাই) = আমার

This is my bed → (দিস ইজ মাই বেড) = ইহা আমার বিছানা।

 

what → (হোয়াট) = কি?

do → (ডু) = করা

mean → (মিন) = মানে / অর্থ বুঝাতে

What do you mean? → (হোয়াট ডু ইউ মিন?) = তুমি কি বুঝাতে চাইছ?

 

have → (হেভ) = আছে

nothing → (নাথিং) = কিছুনা

to → (টু) = প্রতি

say → (ছে) = বলা

I have nothing to say →  (আই হেভ নাথিং টু ছে) = আমার কিছু বলার নাই।

 

can → (ক্যান) = পারা

share → (শেয়ার) = অংশীদার

me → (মি) = আমাকে

about → (এবাউট) = সম্পর্কে / বিষয়ে

problem → (প্রবলেম) = সমস্যা

You can share with me about your problem → (ইউ ক্যান শেয়ার উইথ মি এবাউট ইয়োর প্রবলেম) = তুমি তোমার সমস্যার বিষয়ে আমাক বলতে পার।

 

I mean → (আই মিন) = আমি বুঝাতে চাই

I mean what is your problem? → (আই মিন হোয়াট ইজ ইয়োর প্রবলেম) = আমি বুঝাতে চাই তোমার সমস্যাটা কি?

 

listen → (লিসেন) = কথাশোনা

Listen to me → (লিসেন টু মি) = আমার কথা শোন।

please → (প্লিজ) = অনুগ্রহ / দয়া করে

Please listen → (প্লিজ লিসেন) = দয়া করে আমার কথা শোন।

 

thanks → (থ্যাংকস) = ধন্যবাদ

a lot → (এ লট) = অনেক

Thanks a lot → (থ্যাংকস এ লট) = অনেক ধন্যবাদ।

 

how → (হাউ) = কিভাবে

make → (মেইক) = বানানো

design → (ডিজাইন) = ডিজাইন / নকশা

How to make a design? → (হাউ টু মেইক এ ডিজাইন?) = কিভাবে একটি ডিজাইন বানাতে হয়?

 

home → (হোম) = বাড়ি

How to make a home? → (হাউ টু মেইক এ হোম?) = কিভাবে একটি বাড়ি বানাতে হয়?

 

এই বাক্যটি দিয়ে অনেক বাক্য বানাতে পারবেন যেমনঃ-


কিভাবে গাড়ি বানাতে হয়? {car-কার-গাড়ি}।

কিভাবে মোবাইল বানাতে হয়? {mobile-মোবাইল-মোবাইল}।

কিভাবে টাকা বানাতে হয়? {money-মানি-টাকা}।

কিভাবে জামা বানাতে হয়? {dress-ড্রেস-জামা}।

কিভাবে জুতা বানাতে হয়? {show-শু-জুতা}।

এভাবে অনেক কিছু শিখতে পারবেন শুধু চেষ্টা করতে থাকুন। শুধু এটাই নয় সবগুলো শব্দ ও বাক্য দিয়ে মিলিয়ে মিলিয়ে চেষ্টা করলেই ১০০% ভাল ফল পাওয়া যাবে)

 

can → (ক্যান) = পারা

Can I help you? → (ক্যান আই হেল্প ইউ?) = আমি কি আপনাকে সাহায্য করতে পারি?

 

how → (হাউ) = কেমন

help (হেল্প) = সাহায্য

How can I help you? → (হাউ ক্যান আই হেল্প ইউ?) = আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

 

tell → (টেল) = বলা

problem → (প্রবলেম) = সমস্যা

Tell me, what's your problem → (টেল মি হোয়াট'স ইয়োর প্রবলেম?) = আমাকে বল, তোমার কি সমস্যা?

 

some → (ছাম) = কিছু

I have some problems → (আই হেভ ছাম প্রবলেমস) = আমার কিছু সমস্যা আছে।

 

will → (উইল) = করব / হব

call → (কল) = ডাকা / কল করা

I will call you → (আই উইল কল ইউ) =আমি তোমাকে কল করব অথবা ডাকব।

 

later (লেইটার) = পরে

I will call you later → (আই উইল কল ইউ লেইটার) = আমি তোমাকে পরে ডাকব অথবা কল করব।

 

tomorrow → (টুমোরো) = আগামীকাল

I will call you tomorrow → (আই উইল কল ইউ টুমোরো) = আমি তোমাকে আগামীকাল কল করবো।

 

back → (ব্যাক) = পিছনে / পুনরায়

I will call you back → (আই উইল কল ইউ ব্যাক) = আমি তোমাকে পুনরায় কল করব।

 

go → (গো) = যাওয়া

sleep → (স্লিপ)= শুতে / ঘুমোতে যাওয়া

I will go to sleep → (আই উইল গো টু স্লিপ) = আমি শুতে যাবো।

 

now → (নাউ) = এখন

I will go to sleep now → (আই উইল গো টু স্লিপ নাউ) = আমি এখন শুতে যাবো।

 

shop → (শপ) = দোকান

I will go to shop now → (আই উইল গো টু শপ নাউ) = আমি এখন দোকানে যাব।

 

opportunity → (অপরচুনিটি) = সুযোগ

big → (বিগ) = বড়

big opportunity → (বিগ অপরচুনিটি) = বড় সুযোগ

It's a big opportunity for you → (ইট'স এ বিগ অপরচুনিটি ফর ইউ) = এটা তোমার জন্য বড় একটি সুযোগ।

 

really → (রিয়েলি) = আসলেই

This is really big opportunity for you → (দিস ইজ রিয়েলি বিগ অপরচুনিটি ফর ইউ) = ইহা তোমার জন্য আসলেই বড় সুযোগ।

 

let → (লেট) = দেওয়া

finish → (ফিনিশ) = শেষ করা

Let me finish → (লেট মি ফিনিশ) = আমাকে শেষ করতে দাও।

 

why → (হোয়াই) = কেনো

go → (গো) = যাওয়া

going → (গোয়িং) = যাচ্ছ

Why you are going → (হোয়াই ইউ আর গোয়িং) = তুমি চলে যাচ্ছ কেনো?

 

wait → (ওয়েট) = অপেক্ষা করা

come → (কাম) = আসা

soon → (সুন) = শীঘ্রই

Wait, I am coming soon → (ওয়েট, আই এ্যাম কামিং সুন) = অপেক্ষা করুন আমি শীঘ্রই আসছি।

 

okay → (ওকে) = ঠিক আছে

Ok you can go → (ওকে ইউ ক্যান গো) = ঠিক আছে তুমি যেতে পার।

 

information → (ইনফরমেশন) = তথ্য

Give me your information → (গিভ মি ইয়োর ইনফরমেশন) = আমাকে তোমার তথ্য দাও।

 

but → (বাট) = কিন্তু

it → (ইট) = ইহা

remember → (রিমেম্বার) = মনেরাখা

But remember it → (বাট রিমেম্বার ইট) = কিন্তু ইহা মনেরেখো।

 

profession → (প্রফেশন) = পেশা

What is your profession → (হোয়াট ইজ ইয়োর প্রফেশন) = তোমার পেশা কি?

 

do → (ডু) = করা

don't → (ডন'ট) = করোনা / না করা

know → (নোও) = জানা

Do you know English? → (ডু ইউ নোও ইংলিশ?) = তুমি কি ইংরেজী জানো?

 

well → (উয়েল) = ভাল

I don't know →  (আই ডন'ট নোও) = আমি জানিনা।

I don't know english well → (আই ডন'ট নোও ইংলিশ উয়েল) = আমি ভাল ইংরেজী জানিনা।

 

enough →  (এনাফ) = যথেষ্ঠ

You know enough english → (ইউ নোও এনাফ ইংলিশ) = তুমি যথেষ্ট ইংরেজী যান।

 

dear → (ডিয়ার) = প্রিয়

need → (নীড) = দরকার/প্রয়োজন

friend → (ফ্রেন্ড) = বন্ধু

now → (নাউ) = এখন

Ok dear friend, I need to go now! → (ওকে ডিয়ার, আই নীড টু গো নাউ) = ঠিক আছে প্রিয় বন্ধু, আমার এখন যাওয়া দরকার।

 

Why you are going → (হোয়াই ইউ আর গোয়িং) = তুমি চলে যাচ্ছ কেন?

would you like → (উড ইউ লাইক) = তুমি কি চাও

Would you like to play → (উড ইউ লাইক টু প্লে?) = তুমি কি খেলতে চাও?

Would you like to come → (উড ইউ লাইক টু কাম?) = তুমি কি আসতে চাও?

Would you like to go → (উড ইউ লাইক টু গো?) = তুমি কি যেতে চাও?

 

say → (ছে) = বলা

something → (সামথিং) = কিছু

Would you like to say something →  (উড ইউ লাইক টু ছে সামথিং?) = তুমি কি কিছু বলতে চাও?

 

breakfast →  (ব্রেকফাস্ট) = সকালের নাস্তা

Have you breakfast → (হেভ ইউ ব্রেকফাস্ট) = তুমি কি সকালের নাস্তা করেছ?

 

careful → (কেয়ারফুল) = সচেতন

should be → (শুড বি) = হয়া উচিৎ

Now you should be careful → (নাউ ইউ শুড বি কেয়ারফুল) = এখন তোমার সচেতন হওয়া উচিৎ।

 

consider →  (কন্সিডার) = বিবেচনা

You should be consider → (ইউ শুড বি কন্সিডার) = তোমার বিবেচনা করা উচিত।

 

ask → (আস্ক) = জিজ্ঞাসা করা

why  → (হোয়াই) = কেন?

silent → (সাইলেন্ট) = চুপ থাকা

 

Why you ask me? →  (হোয়াই ইউ আস্ক মি?) = তুমি আমাকে জিজ্ঞেস করছ কেন?

Why you are sad? →  (হোয়াই ইউ আর স্যাড?) = তোমার মন খারাপ কেন?

Why you are silent? →  (হোয়াই ইউ আর সাইলেন্ট?) = তুমি চুপ কেন?

 

we → (উই) = আমাদের

confirm → (কনফার্ম ) = নিশ্চিত

about → (এবাউট) = সম্পর্কে / বিষয়ে

about it → (এবাউট ইট) = এ বিষয়ে

We need to confirm about it → (উই নীড টু কনফার্ম এবাউট ইট) = আমাদের এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত।

 

cross → (ক্রস) = অতিক্রম করা

limit → (লিমিট) = সীমা/পরিমান

You are crossing your limit → (ইউ আর ক্রসিং ইয়োর লিমিট) = তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ...

 

you are welcome → (ইউ আর ওয়েলকাম) = তোমাকে স্বাগতম

most → (মোস্ট) = অধিক।

You are most welcome →  (ইউ আর মোস্ট ওয়েলকাম) = তোমাকে অনেক শুভেচ্ছা।

 

beautiful → (বিউটিফুল) = সুন্দর

You are so beautiful → (ইউ আর ছো বিউটিফুল) = তুমি অনেক সুন্দর।

You also beautiful → (ইউ অলসো বিউটিফুল) = তুমিও সুন্দর।

 

confidence → (কনফিডেন্স) = আত্নবিশ্বাস

I have most confidence → (আই হেভ মোস্ট কনফিডেন্স) = আমার অনেক আত্নবিশ্বাস আছে ।

 

forget → (ফরগেট ) = ভুলেযাওয়া/হারানো

never → (নেভার) = কখনো না

I never forget you → (আই নেভার ফরগোট ইউ) = আমি তোমাকে কখনো হারাবোনা।

 

give up → (গিভ আপ) = না মানা / তুচ্ছ করা

I never give up → (আই নেভার গিভ আপ) = আমি কখনো হার মানব না।

 

thought → (থট) = ভাবা/ভেবে ছিলাম/চিন্তা করেছিলাম

I never thought → (আই নেভার থট) = আমি কখনো ভাবিনি।

 

had → (হ্যাড) = ছিল

I never had → (আই নেভার হ্যাড) = আমার কখনো ছিলনা।

hear → (হিয়ার) = শোনা

I never heard → (আই নেভার হিয়ারড) = আমি কখনো শুনিনি।

mind → (মাইন্ড) = মনে করা

Don't mind → (ডন'ট মাইন্ড) = কিছু মনে করোনা।

 

some → (ছাম) = কিছু

work → (ওয়ার্ক) = কাজ

in → (ইন) = ভিতরে/মধ্যে

home → (হোম) = বাড়ি

because → (বিকৌজ) = কারণ

I have → (আই হেভ) = আমার আছে

Because I have some work at my home → (বিকৌজ আই হেভ ছাম ওয়ার্ক এ্যাট মাই হোম) = কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে।

 

bye → (বাই) = বিদায়

Ok dear, bye → (ওকে ডিয়ার, বাই) = ঠিক আছে প্রিয়, বিদায়।

 

see → (সি) = দেখা

again → (এগেইন) = আবার

Ok see you again. → (ওকে, সি ইউ এগেইন) = ঠিক আছে আবার তোমার সাথে দেখা হবে।

 

trying → (ট্রাইং) = চেষ্টা করছে

grow → (গ্রো) = বেড়ে উঠা / বড় করা

himself → (হিমসেলফ) = সে নিজেকে

He is trying to grow himself  → (হি ইজ ট্রাইং টু গ্রো হিমসেলফ) = সে নিজেকে বড় করার চেষ্টা করছে।

 

teacher →  (টিচার) = শিক্ষক

primary →  (প্রাইমারী) = প্রাথমিক

school → (স্কুল) = বিদ্যালয়

Teacher of primary school →  (টিচার অব প্রাইমারি স্কুল) = প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

 

selfish → (ছেলফিশ) = স্বার্থপর

You are a selfish → (ইউ আর এ ছেলফিশ) = তুমি একটা স্বার্থপর।

 

perfect → (পারফেক্ট) = নিখুত

solution → (সল্যুশন) = সমাধান

Perfect solution → (পারফেক্ট সল্যুশন) = নিখুত সমাধান।

 

tell → (টেল) = বলা

tell me → (টেল মি) = আমাকে বল

address → (এড্রেস) = ঠিকানা

Tell me your address → (টেল মি ইয়োর এড্রেস) = আমাকে তোমার ঠিকানা বল।

 

home → (হোম) = বাড়ি

I will go your home → (আই উইল গো ইয়োর হোম) = আমি তোমার বাড়ি যাব।

 

because → (বিকৌজ) = কারণ

need → (নীড) = দরকার

solution → (সল্যুশন) = সমাধান

Because i need a solution → (বিকৌজ আই নীড এ সল্যুশন) = কারণ আমার একটা সমাধান দরকার।

 

here → (হেয়ার) = এখানে

Are you here? → (আর ইউ হেয়ার?) = তুমি কি এখানে আছ?

yeah → (ইয়াহ) = হ্যা

listening → (লিসনিং) = শুনছি।

Yeah I am listening → (ইয়াহ আই এ্যাম লিসনিং) = হ্যা আমি শুনছি।

 

can → (ক্যান) = পারা

tell → (টেল) = বলা

Can you tell? → (ক্যান ইউ টেল?) = তুমি বলতে পার?

 

mom → (মম) = মা

Hi mom → (হাই মম) = হায় মা/ওই মা/ ওহে মা।

 

under → (আন্ডার) = নিচে /অধিনে

Under the sea → (আন্ডার দা সি) = সমুদ্রের নিচে।

 

workers → (ওয়ার্কার্স ) = শ্রমিকরা

working → (ওয়ার্কিং) = কাজ করছে

my under → (মাই আন্ডার) = আমার অধিনে

Workers is working in my under → (ওয়ার্কার্স আর ওয়ার্কিং ইন মাই আন্ডার) = শ্রমিকরা আমার অধিনে কাজ করছে।

 

let → (লেট) = দাও

him → (হিম) = তাকে

know → (নোও) = জানা

Let him know → (লেট হিম নোও) = তাকে জানতে দাও।

 

me → (মি) = আমাকে

finish → (ফিনিশ) = শেষ করা

Let me finish → (লেট মি ফিনিশ) = আমাকে শেষ করতে দাও।

 

see → (সি) = দেখা

Let me see → (লেট মি সি) = আমাকে দেখতে দাও।

 

where → (হয়ার) = কোথায়

Where we are going? → (হয়ার উই আর গোয়িং?) = আমরা কোথায় যাচ্ছি?

afraid → (এফ্রেইড) = ভয় পাওয়া

Don't be afraid → (ডন'ট বি এফ্রেইড) = ভয় পেও না।

 

always → (অলওয়েজ) = সবসময়

with → (উইথ) = সাথে

I am always with you → (আই এ্যাম অলওয়েজ উইথ ইউ) = আমি সবসময় তোমার সাথে আছি।

 

there → (দেয়ার) = সেখানে

distance → (ডিসটেন্স) = দূরত্ব

There was some distance → (দেয়ার ওয়াজ ছাম ডিসটেন্স) = সেখানে কিছু দূরত্ব ছিল।

 

wear → (ওয়্যার) = পরিধান করা

Wear this shirt → (ওয়্যার দিস শার্ট) = এই জামাটি পর।

 

standing → (স্ট্যান্ডিং) = দাঁড়িয়ে থাকা

on the way →  (অন দা ওয়ে) = রাস্তায়

I am standing on the way → (আই এ্যাম স্ট্যান্ডিং অন দা ওয়ে) = আমি রাস্তায় দাঁড়িয়ে আছি।

 

fine  → (ফাইন) = ভাল

I am fine → (আই এ্যাম ফাইন) = আমি ভাল।

 

in love →  (ইন লাভ) = প্রেমে পরা

I am in love with you → (আই এ্যাম ইন লাভ উইথ ইউ) = আমি তোমার প্রেমে পরেগেছি।

 

interested → (ইন্টেরেস্টেড) = আগ্রহী

I am interested → (আই এ্যাম ইন্টেরেস্টেড) = আমি আগ্রহী।



প্রথম ইংলিশে দেয়া হলো তার পর ইংলিশের বংলায় উচ্চারণ দেয়া হলো এবং তারপর তার মানে কি সেটা বাংলায় দেয়া হলো খুব সহজে ইংরেজি শেখার সহজ উপায় বা পদ্ধতি প্রাথমিক থেকে উন্নত স্তরে ইংরেজি শিখুন

First, it was given in English, then English was pronounced in Bengali, and then what it means is given in Bengali. It is very easy to learn English. English Sekhar Sohoj Upay

 

Part 2



যদি আপনারা অফলাইনে ইংরেজি শিখতে চান সে ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন টা আপনাদেরকে অনেক হেল্প করবে ইংলিশ শেখার সহজ উপায় এর অ্যাপ্লিকেশন

If you want to learn English offline, this application will help you a lot. Easy way to learn English. (English Sekhar Sohoj Upay)


ইংরেজিতে কথা বলা শেখার জন্য খুব ভালো একটি অ্যাপ ডাউনলোড করার জন্য লিংকে ক্লিক করুন


খুব সহজে ইংরেজি শিখন ফ্রীতে  যদি খুব মনোযোগ দিয়ে ইংলিশ শেখার চেষ্টা করেন তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনি পুরো ইংলিশ শিখতে পারবেন এবং খুব সহজে আপনি ইংলিশে পারদর্শী হয়ে যাবেন সবার সাথে ইংলিশে কথা বলতে পারবেন। 


এবং একটা কথা মনে রাখবেন যে কেউ কাউকে কখনো কিছু শিখিয়ে দিতে পারে না নিজের প্রচেষ্টায় শিখতে হয় আপনাকে কেউ শিখিয়ে দিতে পারবে না আপনার নিজের চেষ্টায় শিখতে হবে।


Easy English Learning Free If you try to learn English very carefully then you will be able to learn whole English in a few days and very easily you will become proficient in English

You can speak English to everyone and remember one thing that no one can ever teach anyone. No one can teach you to learn on your own. You have to learn on your own. (English Sekhar Sohoj Upay)


একজন মানুষ শুধু আপনাকে শেখানোর চেষ্টা করতে পারবেন যদি আপনি নিজে থেকে শিখতে না চান তাহলে আপনাকে শেখাতে পারবে না আপনার যদি প্রচেষ্টা থাকে তাহলে অবশ্যই আপনাকে যদি কিছুটা হেল্প করা হয় তাহলে আপনি নিজে নিজে শিখে নিতে পারবেন


একজন মানুষ শুধু আপনাকে শেখানোর চেষ্টা করতে পারবেন যদি আপনি নিজে থেকে শিখতে না চান তাহলে আপনাকে শেখাতে পারবে না আপনার যদি প্রচেষ্টা থাকে তাহলে অবশ্যই আপনাকে যদি কিছুটা হেল্প করা হয় তাহলে আপনি নিজে নিজে শিখে নিতে পারবেন।


A man can only try to teach you if you do not want to learn on your own, he cannot teach you if you have the effort, of course, if you are helped a little,


you can learn on your own, a man can only try to Teach you if you yourself If you don't want to learn, you can't teach. If you have the effort, of course, if you are helped, you can learn on your own.


একটা কথা মনে রাখবেন অন্যান্য ভাষা শেখার তুলনায় ইংরেজি শেখা টা অনেক সহজ আমাদের তরফ থেকে হানডেট পারসেন চেষ্টা করব ইনশাআল্লাহ বাকিটা নির্ভর করবে আপনার উপরে আপনি কত দ্রুত শিখতে চান কিংবা কত দ্রুত শিখতে পারেন।


One thing to keep in mind is that learning English is much easier than learning other languages We will try our best Insha Allah The rest will depend on you How fast you want to learn or how fast you can learn. (English Sekhar Sohoj Upay)


To learn English, don't forget to check out the other folds of the English Learning Bangla website

সম্পন্ন ইংরেজি শিখতে ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট এর অন্যান্য পাট গুলো দেখতে ভুলবেন না

Comments

  1. আমি আপনাদের ওইখানে কোস করটে চাই

    ReplyDelete
  2. Anonymous12:03:00 AM

    ভাই আমাদের আখানে কোন কোর্স কোরানো হয়না তোবে আপনে ছাইলে আমাদের পোস্ট গুলো গোরে দেখাতে প্যারেন আশা করি শোব দোরোনার ইংরেজি আখন থেকে শিখতে পারবেন ধন্যবাদ

    ReplyDelete
  3. This is actually good to read content of this blog. A is very general and huge knowledgeable platform has been known by this blog. In reality I appreciate this blog to have such kind of educational knowledge.
    Why choose Hebe for your child's language stay

    ReplyDelete
  4. I am grateful to this blog site providing special as well as useful understanding concerning this subject.
    Why choose Hebe for your child's language stay

    ReplyDelete
  5. I located one reliable example of this fact through this blog website. I am mosting likely to use such information now.Why choose Hebe for your child's language stay

    ReplyDelete

Post a Comment

Dear User Please do not enter any spam link in the comment box. Thanks

Popular posts from this blog

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, wh

Prefix Meaning in Bengali | Suffix Meaning in Bengali

Suffix And Prefix rules in Bangla Suffix Meaning Bangla Prefix Meaning Bangla প্রিফিক্স কি Suffix Prefix কি Prefix শব্দের অর্থ কি Prefix এর মানে কি Suffix মানে কি Suffix অর্থ কি Suffix And Prefix Meaning in Bengali Prefix (উপসর্গ) : যে Letter বা Letter সমষ্টি কোন Word এর পূর্বে যুক্ত হয়ে উহার কতকটা পরিবর্তন সাধন করে, তাকে Prefix বলে।  কোন ওয়ার্ড-এর সাথে যুক্ত না হলে, শুধু Prefix এর কোন পূর্ন অর্থ নেই। যেমন: Un, dis, mis, in ইত্যাদি। Prefix + Word = New Word / Changed Word un + necessary = unnecessary dis + favour = disfavour mis + take = mistake in + correct = incorrect +  = +  = Suffix (প্রত্যয়) : যে Letter বা Letter সমষ্টি কোন Word এর শেষে বা অন্তে যুক্ত হয়ে উহার কতকটা পরিবর্তন সাধন করে, তাকেSuffix বলে। Prefix-এর মত Suffix-এর ও নিজস্ব কোন অর্থ নেই। কিন্তু, এরা উভয়েই Word-কে ভিন্ন মাএা প্রদান করে। Word + Suffix = New Word / Changed Word rapid + ly = rapidly kinf + ness = kindness examine + tion = ezamination care + ful = careful Prefix বা Suffix কোনটিরই নিজস্ব কোন শাব্দিক অর্থ নেই।