Skip to main content

Bangla Theke English Shikhun | বাংলা থেকে ইংলিশ শিখুন

বাংলা থেকে ইংলিশ শিখুন খুব সহজে ঘরে বসে Learn English from Bangla very Easily at Home


খুব সহজে বাংলা থেকে ইংলিশ শিখুন ঘরে বসে একেবারে শূন্য থেকে এডভান্স লেভেল পর্যন্ত বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশের বাংলা উচ্চারণ সহ সম্পূর্ণ ইংরেজি শিখুন

আমাদের বাংলা থেকে ইংলিশ শেখার সবগুলো পার্ট এর লিংক এখানে দেওয়া থাকবে আপনারা খুব সহজে সম্পন্ন ইংলিশ এখান থেকে শিখতে পারবেন এবং সব ধরনের ইংলিশের নামসমূহ জানার জন্য আমাদের এই সাইটে সার্চ করতে পারেন


Learn Bengali to English very easily Sit at home Learn complete English from Bengali to English and English with Bangla pronunciation from zero to advanced level at home

Here are the links to all the parts of learning English from Bangla. You can learn English very easily from here and you can search our site to know the names of all types of English.

 Part1  Part2  Part3  Part4  Part5  Part6  Part7  Part8  Part9  Part10


Bangla Theke English | বাংলা থেকে ইংলিশ


What for? → (হোয়াট ফর?) = কিসের জন্য?

What's up? → (হোয়াট'স আপ?) = কী অবস্থা?

What a day! → (হোয়াট এ ডে!) = কী একটা দিন গেলো!

What is it? → (হোয়াট ইজ ইট?) = কী হয়েছে?


এই বাক্যটা আমরা বেশি ব্যবহার করে থাকি। বাক্যটা হলো 

What's new? → (হোয়াট'স নিউ?) = এর মানে হচ্ছে - দিনকাল কেমন যাচ্ছে বা নতুন কী কী হচ্ছে তোমার জীবনে?

এই বাক্যটা একটু অন্য রকম তবে এর ভাবটা সুন্দর। বাক্যটা হলো -

drag → টেনে নেওয়া / টানাটানি করা

What a drag. → (হোয়াট এ ড্রাগ) = এর মানে হচ্ছে - অহ!! বেশি লম্বা বা বেশি ঘুরানো পেচানো হয়েছে ব্যপারটা ।

What a loss. → (হোয়াট এ লস) = অনেক মুল্যবান কিছু হারানো গিয়েছে।

mess → (ম্যাস) = অগোছালো

What a mess. → (হোয়াট এ ম্যাস) = কী অগোছালো অবস্থা।


অনেক সময় এমন হয় যে আমরা খুব অগোছালো কোনো রুমে ঢুকে পরলাম, দেখলাম যে সব কিছু খুবই অগোছালো । এরকম পরিস্তিতিতে বা situation এরপরে আপনি কিন্তু সহজেই বলতে পারেন - What a mess.


এই বাক্যটাও আমরা অনেক ঘনঘন ব্যবহার করি। বাক্যটা হলো -

What a pain. → (হোয়াট এ পেইন) = কী কস্তকর/বিরক্তিকর কিছু।

খুবই বিরক্তিকর একটা পরিস্তিতির মধ্য থেকে বের হয়ে এসেছেন । এই ধরণের situation এরপর কিন্তু আপনি সহজেই বলতে পারেন - What a pain.

দূরে কিছু একটা রাখা থাকলে আপনি বলবেন -

What is that? → (হোয়াট ইজ দ্যাট?) = ওটা কী?

আবার যদি জিনিসটা কাছে রাখা থাকে তাহলে আপনি বলবেন -

What is this? → (হোয়াট ইজ দিস?) = এটা কী?

What are you reading? → (হোয়াট আর ইউ রিডিং?) = আপনি কী পড়ছেন?


মনে করেন আপনার সামনে কেউ একজন বই পড়ছে আর আপনি খুবই আগ্রহী জানার জন্য যে সে কি পড়ছে বা বইটা কিসের উপর। আপনি জিজ্ঞেস করতে পারেন - What are you reading?

What happened? → (হোয়াট হ্যাপেন্ড?) = কী হয়েছে?


আপনি হইতো দেখলেন আপনার একটা বন্ধু খুবই ব্যস্ত হয়ে আপনার সামনে আসলো বা খুবই চিন্তিত বা অস্থির ভাব নিয়ে আসলো এবং আপনি তাকে জিজ্ঞেস করতে চান তার কী হয়েছে । তখন আপনি জিজ্ঞেস করতে পারেন - What happened?


What a big cat. → (হোয়াট এ বিগ ক্যাট) = কত বড় একটা বিড়াল।

খেয়াল করে দেখবেন এখানে কিন্তু বিড়াল এর জায়গায় আপনি যে কোনো কিছু বসাতে পারেন । এমন হতে পারে যে আপনার সামনে বিরাট একটা টেবিল আছে তখন আপনি বলবেন - What a big table.

আবার ধরেন আপনার সামনে বিরাট একটা ব্যাগ আছে তখন আপনি বলবেন - What a big bag. সুতরাং বিড়াল এর জায়গায় আপনি যে কোনো কিছু বসাতে পারেন এক্ষেত্রে বাক্যের অর্থ একই থাকছে এবং বাক্যটা কিন্তু আজকের ক্লাস অনুযায়ী What দিয়েই শুরু হচ্ছে।

What did he say? → (হোয়াট ডিড হি ছে?) = সে কী বলছে?

এমন যেকোনো situation যেখানে আপনি জানতে চাচ্ছেন অন্য একজন ব্যক্তি কি বলেছে তখনি আপনি প্রশ্নটা করতে পারেন।

মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে সে কি কিনেছে তাহলে বলবেন-

What did you buy? → (হোয়াট ডিড ইউ বাই?) = তুমি কী কিনেছো?


এরপরে এর কাছাকাছি একটা situation হলো কেউ একজনের কি লাগছে সেটা নিয়ে আপনি তাকে জিজ্ঞেস করতে চান । তখন আপনি বলতে পারেন -

What do you need? → (হোয়াট ডু ইউ নীড?) = আপনার কী দরকার?

এর কাছাকাছি কিন্তু আর একটা প্রশ্ন আছে যেই প্রশ্নটার অর্থ মোটামোটি একই। প্রশ্নটা হলো –

What do you want? → (হোয়াট ডু ইউ ওয়ান্ট?) = আপনি কী চাচ্ছেন? / তুমি কী চাচ্ছো?

What do you need? হচ্ছে হলো জিনিসটা আমদের প্রয়োজন, জিনিসটা আমাদের লাগবেই আর What do you want? এখানে আমাদের জিনিসটা হইতো প্রয়োজন নেই তারপরও আমরা চাই ।


মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন তার কাছে কি আছে ।

What do you have? → (হোয়াট ডু ইউ হেভ?) = আপনার কাছে কী আছে? /তোমার কাছে কী আছে?

এরপরে মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন কী হচ্ছে।

What is going on? → (হোয়াট ইজ গোয়িং অন?) = কী হচ্ছে?


মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে তাদের নাম কী? যেভাবে জিজ্ঞেস করতে পারেন –

What is your name? → (হোয়াট ইজ ইয়োর নেইম?) = আপনার নাম কী? / তোমার নাম কী?

এরপর মনে করেন আপনার কেউ ঘুমাচ্ছিলো , হঠাৎ করে জেগে উঠলো আপনি তাদের জিজ্ঞেস করতে চান হঠাৎ করে কেনো ঘুম থেকে এভাবে উঠে গেলো । এটা আপনি কীভাবে জিজ্ঞেস করতে পারেন?

What woke you up? → (হোয়াট ওয়ক ইউ আপ?) = আপনি কিসের জন্য ঘুম থেকে উঠে গেলেন?


মনে করেন আপনি জানতে চাচ্ছেন একজন ব্যক্তি কী ধরণের কাজ করে বা তার কাজ কী বা পেশা কী । কীভাবে জিজ্ঞেস করতে পারেন?

What work does he do? → (হোয়াট ওয়ার্ক ডাজ হি ডু?) = সে কী কাজ করে ?

মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান সে কী করছে? কীভাবে জিজ্ঞেস করবেন?

What are you doing? → (হোয়াট আর ইউ ডুয়িং?) = তুমি কী করছো?


এরপর মনে করেন আপনার বন্ধু আপনার সামনে মজাদার কিছু একটা খাচ্ছে। কীভাবে তাকে জিজ্ঞেস করবেন যে সে কী খাচ্ছে?

What are you eating? → (হোয়াট আর ইউ ইটিং?) = তুমি কী খাচ্ছো?


মনে করেন আপনার একটা গ্রুপ প্রেজেন্টেশন দেওয়ার কথা এবং হঠাৎ করে আপনার সব বন্ধুরা বলল তারা আজকে প্রেজেন্টেশন দিবে না বা আপনার খুবই একজন গুরুত্বপূর্ণ একজন বলল যে সে আজ কোনো কাজ করবে না তখন যদি আপনি বলতে চান , এখন আমি কী করবো ? কীভাবে বলতে পারেন ?

What am I going to do now? → (হোয়াট এ্যাম আই গোয়িং টু ডু নাউ?) = এখন আমি কী করবো?


শেষে আমরা যে প্রশ্নটা শিখবো সেটা হলো খুবই সহজ। মনে করেন, আপনি খুব কঠিন একটা পরিস্তিতিতে আছেন এবং আপনি কারো থেকে পরামর্শ চাচ্ছেন যে আপনার এখন কি করা উচিত । আপনি কি বলতে পারেন ?

What do you suggest? → (হোয়াট ডু ইউ সাজেস্ট?) = আপনি আমাকে কী পরামর্শ দিবেন?






কিছু গুরুত্ত্বপূর্ণ ছোট বাক্য ও শব্দ , এই বাক্য ও শব্দ গুলো আপনার ইংরেজি বলাকে সহজ করে দেবে। তাই এই বাক্য ও শব্দ গুলো মুখস্ত করে ফেলুন।


Allah knows! → (আল্লাহ নোওস) = আল্লাহ জানে!

At a stretch → (এ্যাট এ স্ট্রেচ) = এক টানা!

Mug it up. / Cram it. → (মাগ ইট আপ / ক্রাম ইট) = এটা মুখস্ত কর।

In one go → (ইন ওয়ান গো) = এক বারেই।

Don't spit. → (ডন'ট স্পিট) = থুথু ফেল ...

How come? → (হাউ কাম) = এটা কিভাবে?

Just a moment. → (জাস্ট এ মোমেন্ট) = একটু সময় ।


It's not complete → ( ইট'স নট কমপ্লিট) = এটা সম্পুর্ণ ...

Take care. → (টেক কেয়ার) = খেয়াল রেখো।

In a while → (ইন এ হোয়াইল) = কিছুক্ষণের মধ্যে।

Be Alert. → (বি এলার্ট) = সতর্ক থে...

Pack it. → (প্যাক ইট) = প্যাক কর।

No Problem. / No Issue. → (নো প্রবলেম / নো ইস্যু) = কোন সমস্যা নেই।

Take care of yourself. → (টেক কেয়ার অব ইয়োরসেলফ) = নিজের খেয়াল রে...

Actually → (একচুয়েলি) = আসলে।


However → (হাউএভার) = যেভাবে হ...

I am thirsty. → (আই এ্যাম থাস্টি) = আমি তৃষনার্ত।

I am hungry. / I'm starving. → (আই এ্যাম হাংরি / আই'ম স্টাভিং) = আমি খুধার্থ।

No offence → (নো অফেনস) = খারাপ মনে করো ...

It's obvious. → ( ইট’স অবভিয়াস) = এটা স্পষ্ট।

Whatever → (ওয়াটএভার) = যাই হোক।

Don't stare. → (ডন'ট স্ট্যার) = এক দৃষ্টিতে তাকিও না।


Since when? / Until when? → (সিনস হোয়েন? / আনটিল হোয়েন?) = কখন থেকে?

Come near. → (কাম নিয়ার) = কাছে এসো।

What the fuss! → (হোয়াট দা ফাস!) = কি সমস্যা!

Go far. → (গো ফার) = দূরে যা...

Till now → (টিল নাউ) = এখনও পর্যন্ত।

Don't stare at me like that. → (ডন'ট স্ট্যার এ্যাট মি লাইক দ্যাট) = আমার দিকে ঐভাবে এক দৃষ্টিতে তাকিও না।


Too mean! → (ঠু মিন) = খুব বা...

He is a looser. → (হি ইজ এ লুজার) = সে একজন অভাগা।

Here I am. → ( হেয়ার আই অ্যাম) = আমি এখনে।

এই ছোট বাক্য ও শব্দ গুলো দেরি না করে মুখস্ত করে ফেলুন।  এই ছোট বাক্য ও শব্দ গুলো বার বার আসবে এবং কাজে লাগবে।



বাংলা থেকে ইংলিশ শিখুন খুব সহজে ঘরে বসে সম্পূর্ণ ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট খুব সহজে অ্যাডভান্স লেভেলের ইংলিশ পর্যন্ত শেখার সুব্যবস্থা।

Learn English from Bengali very easily Easy to learn complete English at home Bangla website Easy to learn up to advanced level English

Comments

Popular posts from this blog

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, wh

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay  ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English  আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন। We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily . English Sekhar Sohoj Upay   Part1   Part2    Part3   Part4   Part5   Part6    Part7    Part8    Part9    Part10 Easy Way To Learn English From Beginner To Advanced level Bangla Website For Learning English ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট প্রাথমিক থেকে উন্নত স্তরে ইংরেজি শেখার সহজ উপায়  English Sekhar Sohoj U

Prefix Meaning in Bengali | Suffix Meaning in Bengali

Suffix And Prefix rules in Bangla Suffix Meaning Bangla Prefix Meaning Bangla প্রিফিক্স কি Suffix Prefix কি Prefix শব্দের অর্থ কি Prefix এর মানে কি Suffix মানে কি Suffix অর্থ কি Suffix And Prefix Meaning in Bengali Prefix (উপসর্গ) : যে Letter বা Letter সমষ্টি কোন Word এর পূর্বে যুক্ত হয়ে উহার কতকটা পরিবর্তন সাধন করে, তাকে Prefix বলে।  কোন ওয়ার্ড-এর সাথে যুক্ত না হলে, শুধু Prefix এর কোন পূর্ন অর্থ নেই। যেমন: Un, dis, mis, in ইত্যাদি। Prefix + Word = New Word / Changed Word un + necessary = unnecessary dis + favour = disfavour mis + take = mistake in + correct = incorrect +  = +  = Suffix (প্রত্যয়) : যে Letter বা Letter সমষ্টি কোন Word এর শেষে বা অন্তে যুক্ত হয়ে উহার কতকটা পরিবর্তন সাধন করে, তাকেSuffix বলে। Prefix-এর মত Suffix-এর ও নিজস্ব কোন অর্থ নেই। কিন্তু, এরা উভয়েই Word-কে ভিন্ন মাএা প্রদান করে। Word + Suffix = New Word / Changed Word rapid + ly = rapidly kinf + ness = kindness examine + tion = ezamination care + ful = careful Prefix বা Suffix কোনটিরই নিজস্ব কোন শাব্দিক অর্থ নেই।