Skip to main content

Tag question rules Bangla With Examples | Tag question এর সকল সহজ নিয়ম

Tag শব্দের আভিধানিক অর্থ হল জুড়ে দেয়া, অর্থাৎ কথাবার্তা বলার সময় আমরা কথার সঠিকতা যাচাইয়ের জন্য শ্রতার সমর্থন চেয়ে বাক্যে যা জুড়ে দেয়া হয় তাই Tag question বা টেগ ।


সেমিথ্যাবাদী, তাইনয়কি?

এখানে প্রথম বাক্য হল আমার বক্তব্য “সে মিথ্যাবাদী” আর দ্বিতীয় বাক্যটি হলো প্রথম বাক্যটি সঠিক কিনা তা যাচাই করার জন্য শ্রোতার কাছে সমর্থন আদায়ের বাক্য, “তাই নয় কি?”।


“তাই নয় কি?” বলার পর শ্রোতা “হ্যাঁ” বা “না” যে কোন একটা উত্তর দিবে।

এই যে সমর্থন আদায়ের জন্য আমি যে বাক্যটা জুড়ে দিলাম  তাই কিন্তু tag অংশ।

আচ্ছা ! বলোতো!  আমি যে অংশ জুড়ে দিলাম তা কোন ধরনের বাক্য ?  হ্যাঁ অবশ্যই এটা প্রশ্ন বোধক একটা অংশ, এই জন্যই এটা কে Tag question বলে, অর্থাৎ জুড়ে দেয়া প্রশ্ন।টেগ Question করার প্রধান নিয়ম ৩ টা বাকি ২ টা নিয়ম প্রাসঙ্গিক আছে। নিয়মগুলা জানার আগে আমরা কিছু basic ধারনা নিয়ে নেই।


সাহায্যকারি verb কি?

Am, is, are, was, were, been, have, has, had, shall, should, will, would, can, could, may, might, do, did, done, need, ought, must, dare.

এগুলা হল Auxiliary verb (সাহ্যকারি ক্রিয়া)।এগুলাকে অবশ্য operator ও বলা হয়। এগুলা অবশ্যই মুখস্থ করতে হবে। এবার আসল নিয়ম আলোচনা করি।


লক্ষ করঃ He is a lair, isn’t he?

এখানে ২ টা অংশ। He is a liar একটা অংশ আর isn’t he ? আরেকটা অংশ ।

কয়েকটা নিয়ম দেখোঃ

1)  Tag question এর প্রথম অংশ হ্যাঁ বোধক হলে দ্বিতীয় অংশ অবশ্যই না বোধক হবে। আর প্রথম অংশ না বধক হলে দ্বিতীয় অংশ অবশ্যই হ্যাঁ বোধক হবে।সহজে বলতে পারি এভাবেঃ  হ্যাঁ হলে না আর ,না হলে হ্যাঁ।

2)  প্রথম অংশে auxiliary verb থাকলে ঐ auxiliary verb টা দ্বিতীয় অংশে চলে যাবে। এর যদি প্রথম অংশে auxiliary verb না থেকে মুল verb থাকে তবে মুল verb এর রুপ অনুযায়ী দ্বিতীয় অংশে DO verbটা বসবে। মুল verb Present হলে Do এর present রুপ past হলে past রুপ বসবে।

3)  প্রথম অংশের প্রথমে (এটা মুলত subject, আমি এভাবে বললাম) বেক্তি বা বস্তুর নাম হলে,ঐ বেক্তি বা বস্তুর পুরিবর্তে দ্বিতীয় অংশে তার (সর্বনাম) Pronoun বসবে। আর প্রথম অংশে যদি আগে থেকেই সর্বনাম থাকে তাইলে দ্বিতীয় অংশে আর পরে নতুন কোন সর্বনাম যোগ করার দরকার নাই, অইটাই বসিয়ে দিতে হয়।


A story is told by him, isn’t it?

এখানে প্রথম অংশে A story হল বস্তুর নাম তাই দ্বিতীয় অংশে It  অর্থাৎ আমাদের ৩য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।

এখানে প্রথম অংশে Is মানে auxiliary verb আছে তাই দ্বিতীয় অংশে ঐ is টাই এসেছে। অর্থাৎ আমাদের 2য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।

আরেকটা হল এখানে প্রথম অংশ হ্যাঁ বোধক তাই দ্বিতীয় অংশ না বোধক। অর্থাৎ আমাদের ১ম নিয়ম প্রযোজ্য হল।

আরেকটা উদাহারন দেইঃ

Birds can’t swim, can ___ they?

এখানে প্রথম অংশে Birds হল বস্তুর নাম তাই দ্বিতীয় অংশে they অর্থাৎ আমাদের ৩য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।

এখানে প্রথম অংশে can মানে auxiliary verb আছে তাই দ্বিতীয় অংশে ঐ can টাই এসেছে। অর্থাৎ আমাদের ২য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।

আরেকটা হল এখানে প্রথম অংশ না বোধক তাই দ্বিতীয় অংশ হ্যাঁ বোধক। অর্থাৎ আমাদের ১ম নিয়ম প্রযোজ্য হল।

আরেকটা উদাহারন দেইঃ

A Barking Dog seldom bites, does ___ it?

এখানে প্রথম অংশে A Barking Dog হল বস্তুর নাম তাই দ্বিতীয় অংশে it অর্থাৎ আমাদের ৩য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।

এখানে প্রথম অংশে bites মানে মুল verb আছে তাই দ্বিতীয় অংশে do বসেছে, কিন্তু কোন রুপে বসেছে? মুল verb এর যে রুপ ঐ রুপেই বসেছে।মুল verb হল present রুপে এবং এতে “es” যুক্ত আছে তাই আমরা do এর সাথে “es” যুক্ত করে does বানালাম। অর্থাৎ আমাদের ২য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।

আরেকটা হল এখানে প্রথম অংশ না বোধক তাই দ্বিতীয় অংশ হ্যাঁ বোধক। অর্থাৎ আমাদের ১ম নিয়ম প্রযোজ্য হল। এখন তুমি প্রশ্ন করবে যে কই এখানে ত কোন না বোধক শব্দ দেখতে পাচ্ছি না তাইলে না বোধক হল কি করে। আসলে কিছু কিছু শব্দ যা সব সময় না বোধক। যেমনঃ

Verb এর শেষে s বা es যুক্ত হওার নিয়ম আগে আলোচনা করা হইছে


Never, hardly, seldom, rarely, scarcely, few, little etc তাই এখানে প্রথম বাক্যে not না থাকার পরও বাক্যটি না বোধক।

কোন শব্দের শেষে ৩ টা কারনে s বস্তে পারে

১.বহু বচন বানানর জন্য। যেমনঃ boy থেকে boys

২.Present indefinite tense এর verbএর subject যদি third person singular number হয়।

৩. কোন শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক স্থাপনের জন্য s ব্যবহার হয়। যেমনঃ boy’s school (এই s এর আগে অবশ্যই একটা Apostrophe ( ‘ ) দিতে হয় )


He played, didn’t (do not) he?

এখানে প্রথম অংশে He হল  সর্বনাম (pronoun), যেহেতু প্রথম অংশেই pronoun বসেছে তাই দ্বিতীয় অংশেও সেইম এই He টাই বসবে অর্থাৎ আমাদের ৩য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।{এই বাক্যটা যদি এমন হত তাইলে টেগ বাক্যটা কেমন হত বল তো “Rizwan played, didn’t he?”}

এখানে প্রথম অংশে Played মানে মুল verb আছে তাই দ্বিতীয় অংশে do বসেছে, কিন্তু কোন রুপে বসেছে? মুল verb এর যে রুপ ঐ রুপেই বসেছে।মুল verb হল past রুপে তাই আমরা do এর past রুপ did বসালাম। অর্থাৎ আমাদের ২য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।

আরেকটা হল এখানে প্রথম অংশ হ্যাঁ বোধক তাই দ্বিতীয় অংশ না বোধক। অর্থাৎ আমাদের ১ম নিয়ম প্রযোজ্য হল।

আর কিছু উধাহারন দেখঃ


They have not arrived yet, have they?

এখানে প্রথম অংশে they হল  সর্বনাম (pronoun), যেহেতু প্রথম অংশেই pronoun বসেছে তাই দ্বিতীয় অংশেও সেইম এই they টাই বসবে অর্থাৎ আমাদের ৩য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।

এখানে প্রথম অংশে arrived মানে মুল verb আছে আবার auxiliary verb “have”ও আছে। এখন প্রশ্ন হল টেগ বাক্যে আমরা কি করব ? Do বসাব না have বসাব? আসলে কি জানো ! auxiliary verbএর শক্তি বেশি তো তাই do না বসিয়ে have বসাতে হবে। অর্থাৎ এমন যদি হয় যে auxiliary verb ও আছে আবার মুল verbও আছে তখন আমরা ঐ auxiliary verbটা বসাব। এখানে প্রথম অংশে have মানে auxiliary verb আছে তাই দ্বিতীয় অংশে ঐ have টাই এসেছে। অর্থাৎ আমাদের ২য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।

আরেকটা হল এখানে প্রথম অংশ না বোধক তাই দ্বিতীয় অংশ হ্যাঁ বোধক। অর্থাৎ আমাদের ১ম নিয়ম প্রযোজ্য হল।

আবার আরেকটা উদাহারন দেখাই:

They have a car, don’t they?

এখানে প্রথম অংশে they হল সর্বনাম (pronoun), যেহেতু প্রথম অংশেই pronoun বসেছে তাই দ্বিতীয় অংশেও সেইম এই they টাই বসবে অর্থাৎ আমাদের ৩য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।

এখানে প্রথম অংশে have এসেছে, এই have verb টা কি auxiliary ? না এটা আসলে মুল verb। এখন প্রশ্ন হল কিভাবে বুঝব যে কোনটা মুল verb আর কোনটা auxiliary verb, তাইনা ? হ্যাঁ, এর উত্তর হল যদি auxiliary verb এর পর কোন মুল verb না থাকে তাইলে ঐ auxiliary verbটাই মুল verb এর মত কাজ করবে তাইলে এখানে আমাদের ২য় নিয়মটা প্রযোজ্য হল।

{এই বাক্যে have কে যদি আমি মুল verb না ধরে auxiliary verb হিসাবে বিবেচনা করি তাইলে tag question টা হবে “They have a car, haven’t they?” এটাও ঠিক আছে, ভুল না!(এই নিওমে করা ভাল তাইলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, তাইনা !)}

আরেকটা হল এখানে প্রথম অংশ হ্যাঁ বোধক তাই দ্বিতীয় অংশ না বোধক। অর্থাৎ আমাদের ১ম নিয়ম প্রযোজ্য হল।

এইপর্যন্তপ্রধাননিয়মগুলোআলোচনাকরাশেষ।এখনআমরাবেতিক্রমীনিয়মআলোচনাকরবো।

প্রথম অংশে Let us হলে দ্বিতীয় অংশে “Shall we” হবে । এখানে  উপরের কোন নিয়ম প্রযোজ্য হবে না । যেমনঃ Let us go to school, shall we?

Imperative sentence এর ক্ষেত্রে will you হবে। এখানে উপরের কোন নিয়ম প্রযোজ্য হবে না । যেমনঃ Let me go, will you? এখন প্রশ্ন হল imperative sentence (আদেশ,অনুরোধ বাচক বাক্য) বুঝব কি ভাবে ? imperative sentence চেনার সহজ উপায় হল বাক্যের শুরুতে verb থাকবে। তাহলে অন্য কথায় বলা যায় প্রথম অংশের বাক্যের শুরুতে verb থাকলে দ্বিতীয় অংশে will you বসাব। মনে রাখতে হবে যে let-ও কিন্তু একটা verb। দাঁড়াও আরেকটা জিনিস বলা হয় নাই। let us এর ক্ষেত্রে এই নিয়ম হবে না যেহেতু এর জন্য আরেকটা নিয়ম আমি আগে উল্লেখ করেছি।

Tag question লেখারনিয়ম

শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে।

ছোট হাতের অক্ষরে শুরু  করতে হবে।

{এই নিওমগুলার ভুলের কারনে আমাদের পরিক্ষায় নাম্বার কাটা হয়}

সতর্কিকরন

Anything, something, nothing এর পরিবর্তে দ্বিতীয় অংশে it বসে। (খেয়াল রাখবে সবগুলার শেষে কিন্তু thing আছে)

Anyone, no one, every one, some one. (খেয়াল রাখবে সবগুলার শেষে কিন্তু one আছে)Everybody, somebody, nobody (খেয়াল রাখবে সবগুলার শেষে কিন্তু body আছে) এর পরিবর্তে দ্বিতীয় অংশে they বসে.

Rizwan’s going to school এই বাক্যের মূলরূপ হল Rizwan is going to school. তাই পরীক্ষকরা আমাদেরকে চিন্তায় ফেলার জন্য এমন বাক্য দিবেন। খেয়াল রাখতে হবে। একই ভাবে

He’s gone (gone এই p.p form দেখে বুঝতে হবে যে এর আগে has আছে) = He has gone

He’s going (going এই -ing form দেখে বুঝতে হবে যে এর আগে is আছে) = He is going

Tag question যেহেতু কথা বার্তায় বেশী বেবহার হয় তাই এগুলার কিছু সংক্ষিপ্ত রুপ আছে। নিচে কিছু দেখানো হলঃ

He’d= he should / would

Let’s=let  us

Isn’t=is not

Aren’t=are not

Won’t=will not

Shan’t= shall not

Comments

Popular posts from this blog

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, wh

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay  ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English  আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন। We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily . English Sekhar Sohoj Upay   Part1   Part2    Part3   Part4   Part5   Part6    Part7    Part8    Part9    Part10 Easy Way To Learn English From Beginner To Advanced level Bangla Website For Learning English ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট প্রাথমিক থেকে উন্নত স্তরে ইংরেজি শেখার সহজ উপায়  English Sekhar Sohoj U

Ami English a Kotha Bolte Chai | আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই

English a kotha bolar sohoj upay ami English a kotha bolte chai ami English sikhte chai আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই স্মুথলি  ইংরেজিতে কথা বলার জন্য প্রথমে কি করা দরকার ? যতটুকু সম্ভব ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনোই স্মুথলি ইংরেজিতে কথা বলা যাবে না এবং আপনার চিন্তা ভাবনা টা ইংলিশে করা উচিত যেমন আজকে কি করেছি কি করব কোথায় যাব এ ধরনের চিন্তা ভাবনা গুলো মানুষের মনে আসে আমরা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করে থাকে তবে চিন্তাভাবনাগুলোকে যদি আমরা বাংলাতে না করে ইংরেজিতে করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে ইংলিশে কথা বলার জন্য এইখানে যে ইংরেজি গুলো আপনারা শিখবেন অবশ্যই তার বাস্তবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রথম ইংলিশে দেয়া হলো তার পর ইংলিশের বংলায় উচ্চারণ দেয়া হলো এবং তারপর তার মানে কি সেটা বাংলায় দেয়া হলো খুব সহজে ইংলিশ শেখার পদ্দতি  Part1    Part2   Part 3   Part4    Part5    Part6   Part7    Part8   Part9 ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ English To Bangla Rely → (রিলাই) = নির্ভর / ভরসা / বিশ্বাস করা Rely on me. → (রিলাই অন মি) = আমার উপর নির্ভর