Skip to main content

Sentence (বাক্য) Kake Bole | বাক্য কাকে বলে

Sentence ( বাক্য ) দুই বা ততোধিক শব্দসমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলেই কেবল তাকে sentence বা বাক্য বলা যাবে।

অন্যথায়, একাধিক শব্দ এক সাথে মিলিত হলেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠণের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে।


SENTENCE কত প্রকার ও কি কি?

উ: অর্থভেদে sentence ৫ প্রকার ।

1. Assertive sentence (বিবৃতিমূলক)

2. Introgative sentence (প্রশ্নবোধক)

3. Imperative sentenceর্ (অনুঙ্গা বাচক)

4. Optative sentence (প্রার্থনামূলক)

5. Exclamatory sentence (বিস্ময়সূচক)


DEFINITION

01. Assertive sentence :

-------------------------

 যে sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয় ।

Assertive sentence ২ প্রকার :

i.Affirmative sentence: sub.+verb+extension

She is well today

ii. Negative sentence: sub.+verb+not+extension

She is not well today


02.Interrogative sentence : 

-----------------------------

যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় । 

Question word+auxiliary verb+sub+principal verb+Ext.+?

Where did he live?

Where did he go yesterday?


03. Imperative sentence :

------------------------

 যে sentence দ্বারা আদেশ,উপদেশ,অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝায় ।

Structure:

i.verb+extension.

Don’t go.

ii.নিষেধ বোঝালে:Don’t+sub+verb+ext.

Don’t open the door.

iii.অনুরোধ বোঝালে: please+verb+ext.

please help me

iv.let এর জন্য:let+1st person/3rd person এর obj.+verb+ext.

let me/him go out.


04. Optative sentence:

---------------------

 যে sentence এ মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় ।

Structure:May+subject+verb+extention.

May you prosper day by day.


05. Exclamatory sentence:

-------------------------

 যে sentence এ মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পায়।

Structure:what a/an বা how+adjective+sub.+verb+ext.

What a fine bird it is!

How beautiful you are!

Alas/Hurrah এর জন্য: 

Structure: Alas/Hurrah+!+sub.+verb+extension.

Alas! I am undone!

If/had এর জন্য: 

Structure: If/had+subject+verb+extension+!

If I were a king!


T A B L E .01- গঠন অনুসারে sentence:

-----------------------------------

গঠন অনুসারে sentence ৩ প্রকার :


১:simple sentence:

-------------------

 যে sentence এ একটি মাত্র subject ও একটি মাত্র Finite Verb থাকে । যেমন : The boys play football .

বালকগুলো ফুটবল খেলে ।


২:complex sentence:

--------------------

 যে sentence এ একটি principal clause এবং এক বা একাধিক subordinate clause থাকে I যেমন: i.Although he is rich,he is honest.

 

SUIBJECT বা কর্তা (যে কাজ করে)+ VERB বা ক্রিয়া( করা , হওয়া, বা থাকা ) + OBJECT কর্ম বা কর্মস্থানীয় শব্দ (ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ) + PREPOSITION ETC.

subordinate clause, principal clause.

ii. I know that he would help me.

principal clause= I know

subordinate clause= that he would help me.


3:compound sentence:

--------------------

 যদি কোন sentence এ একাধিক principal clause

And,but,or,yet,and so,therefore ইত্যাদি conjunction দ্বারা যুক্ত থাকে ।

যেমন: i. He is rich,but he is honest .

ii. Read or you will fail.

iii. I went there and found him reading.


 

Comments

Popular posts from this blog

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, wh

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay  ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English  আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন। We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily . English Sekhar Sohoj Upay   Part1   Part2    Part3   Part4   Part5   Part6    Part7    Part8    Part9    Part10 Easy Way To Learn English From Beginner To Advanced level Bangla Website For Learning English ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট প্রাথমিক থেকে উন্নত স্তরে ইংরেজি শেখার সহজ উপায়  English Sekhar Sohoj U

Ami English a Kotha Bolte Chai | আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই

English a kotha bolar sohoj upay ami English a kotha bolte chai ami English sikhte chai আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই স্মুথলি  ইংরেজিতে কথা বলার জন্য প্রথমে কি করা দরকার ? যতটুকু সম্ভব ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনোই স্মুথলি ইংরেজিতে কথা বলা যাবে না এবং আপনার চিন্তা ভাবনা টা ইংলিশে করা উচিত যেমন আজকে কি করেছি কি করব কোথায় যাব এ ধরনের চিন্তা ভাবনা গুলো মানুষের মনে আসে আমরা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করে থাকে তবে চিন্তাভাবনাগুলোকে যদি আমরা বাংলাতে না করে ইংরেজিতে করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে ইংলিশে কথা বলার জন্য এইখানে যে ইংরেজি গুলো আপনারা শিখবেন অবশ্যই তার বাস্তবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রথম ইংলিশে দেয়া হলো তার পর ইংলিশের বংলায় উচ্চারণ দেয়া হলো এবং তারপর তার মানে কি সেটা বাংলায় দেয়া হলো খুব সহজে ইংলিশ শেখার পদ্দতি  Part1    Part2   Part 3   Part4    Part5    Part6   Part7    Part8   Part9 ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ English To Bangla Rely → (রিলাই) = নির্ভর / ভরসা / বিশ্বাস করা Rely on me. → (রিলাই অন মি) = আমার উপর নির্ভর