Skip to main content

Sentence Meaning in Bengali | Simple Complex Compound Sentence rules in Bengali

Sentence Meaning in (Bangla) Bengali

গঠন বিচারে Sentence ৩ প্রকার:

1. Simple Sentence.

2. Complex Sentence এবং

3. Compound Sentence.

1. Simple Sentence: যে বাক্য একটি মাএ Clause দিয়ে গঠিত অর্থাৎ যে বাক্যে একটি মাএ Finite Verb থাকে, তাকে Simple Sentence বলে।

যেমন: I saw him going - Simple Sentence. বাক্যটিতে ‘saw’ এবং ‘going’ দুটি verb রয়েছে। কিন্ত, Finite Verb (Finite = Present Form বা Past Form) হচ্ছে ‘saw’। ‘going’ এখানে Non-finite (Present Participle From) এবং উহার কোন Subject ও নেই।

পক্ষান্তরে, ‘saw’ verb এর Subject হল ‘I’। সুতরাং, বাক্যটি এক Clause-এর বাক্য এবং উহা Simple Sentence। 2. Complex Sentence: যে বাক্য main clause ও subordinate clause নিয়ে গঠিত হয়, তাকে Complex Sentence বলে।


যেমন: I saw that he was going. বাক্যটিতে ‘saw’, ‘was’ এবং ‘going’ তিনটি Verb ব্যবহার করা হয়েছে। কিন্ত, Finite Verb দুটি ‘saw’ এবং ‘was’ এবং উহাদের Subject ও আছে। ‘saw’ Verb-এর Subject হল ‘I’ এবং ‘was’ Verb-এর Subject হল ‘he’। সুতরাং, বাক্যটি দুটি Clause নিয়ে গঠিত। Clause দুটি হল I saw এবং he was going। ‘that’ Clause দুটিকে সংযুক্ত করেছে। ‘that’ এখানে Conjunction। ‘I saw’ clause টিতে ‘saw’ Transitive Verb এবং উহার Object হল ‘he was going’। কারন, ‘saw’ Verb-কে ‘কি’ প্রশ্ন করলে Object পাওয়া য়ায়। কি দেখেছিলাম? উওর আসে ‘সে যাচ্ছিল’।সুতরাং, ‘সে যাচ্ছিল’ বা 'he was going' দেখা বা ‘saw’ Verb-এর Object। 

যেহেতু, Object অবশ্যই Noun বা Noun এর সমতুল্য। সেহেতু, 'he was going’ Clause-টি অবশ্যই Noun রূপে বসেছে। কারন, উহা ‘saw’ Verb-এর Object। সুতরাং, ‘he was going’ এ বাক্যে Subordinate Clause। কারন, Subject এবং Finite Verb থাকা সত্ত্বেও উহা একটি মাএ Part of Speech রূপে ব্যবহৃত হয়েছেএবং উহা ‘I saw’ Clause-টির উপর নির্ভরশীল। অন্যদিকে, ‘I saw’ Clause-টি কোন Single Part of Speech রূপে কাজ করেনি এবং এটিই এই বাক্যের মূল অংশ। সুতরাং, উহা Main Clause বা Principal Clause। তাহলে বাক্যটি একটি Main Clause এবং একটি Subordinate Clause নিয়ে গঠিত। সুতরাং, I saw that he was going বাক্যটি অবশ্যই Complex Sentence। 

I saw - Main Clause এবং 'he was going - Subordinate Clause এবং 'that' Conjunction-টি subordinate Clause-কে Main Clause-এর সাথে যুক্ত করেছে বলে 'that' এখানে Subordinating Conjunction। 3. Compound Sentence: দুটি Co-ordinate Clause বা একাধিক Co-ordinate Clause-এর সমন্বয়ে যখন একটি বাক্য গঠিত হয়, সে বাক্যকে Compound Sentence বলে।

যেমন: I saw him and he was going. - Compound Sentence. বাক্যটিতে ‘saw’ এবং ‘was’ দুটি Finite Verb এবং প্রত্যেটি Finite Verb-এর Subject-ও আছে। সুতরাং, এ বাক্যে দুটি Clause। কিন্ত, কোন Clause-ই Single Part of Speech রূপে ব্যবহৃত হয়নি। প্রত্যেকটি Clause-ই স্বাধীন। কোনটা কারো উপর নির্ভরশীল নয়। সুতরাং, দু’টি Clause-ই same rank-এর। দু’টি clause-ই প্রাধান্য বজায়ে রেখে দু’টি Clause-এর সমন্বয়ে বা দু’টি clause-এর coordination-এ বাক্যটি গঠিত হয়েছে। তাই এ Clause-দু’টিকে বলা হয় Co-ordinate Clause। দু’টি Co-ordinate Clause সমন্বিত হয়ে, একটি Compound Sentence গঠন করেছে এবং ‘and’ conjunction রূপে Co-ordinate Clause-দুটিকে যুক্ত করেছে। ‘and’ এখানে Coordinating Conjunction এবং সম্পূর্ন Sentence-টি একটি Compound Sentence। 


Simple Sentence: এক clause এর বাক্য। একটি মাত্র finite Verb থাকবে।

Complex Sentence: Main Clause এবং Subordinate Clause অর্থাৎ একাধিক clause-এর বাক্য। Subordinate Clause-টি Main Clause-এর সাথে subordinating conjunction দ্বারা যুক্ত হয়।

Compound Sentence: দুটি Co-ordinate Clause-এর বাক্য। Coordinating Conjunction দ্বারা যুক্ত হয়।

I saw him going. – Simple Sentence. একটি মাত্র Finite Verb

 F.V.

I saw that he was going - Complex Sentence.

M-ClauseS-Conj. S-Clause

I saw him and he was going – Compound Sentence.

C-ClauseC-Conj.C-Clause

[ F.V. = Finite Verb, M-Clause = Main Clause, S-Conj.= Subordinating Conjunction, S-Clause = Subordinate Clause, C-Clause = Co-ordinate Clause, C-Conj. = Coordinating Conjunction. ] Simple sentence-কে Complex করতে হলে মূল বাক্যটিকে Main Clause ধরে উহার সাথে একটি Subordinate clause যুক্ত করতে হবে এবং উহা Subordinating Conjunction দ্বারা যুক্ত করতে হবে। তখন Subordinate Clause গঠন করার জন্য অন্য আরও একটি Finite Verb ব্যবহার করতে হবে।

তখন প্রশ্ন আসবে Finite Verb কোথায় পাব? বাক্যে যদি কোন Non-finite Verb থাকে, তাহলে ঐ Non-finite Verb-টিকেই Finite Verb রূপে ব্যবহার করে ‍Subordinate Clause তৈরী করতে হবে।

আর কোন Non-finite Verb না থাকলে ‘To be’ Verb-কে Finite Verb রূপে ব্যবহারের চেষ্টা করতে হবে এবং নতুন গঠিত Subordinate Clause-টিকে Main Clause-এর সাথে যুক্ত করতে অবশ্যই একটি suitable Subordinating Conjunction ব্যবহার করতে হবে। Simple : I saw a wounded bird. (Make it Complex) [কোন Non-Finite Verb নেই। ]

Complex: I saw a birdwhich was wounded. [ 'To be' Verb 'was' আনতে হল।]

M-Clause S-clause 

Simple : Going there, I meet him. ['Going' Non-finite Form.]

Complex : After I have gone there, I meet him.

 S-Conj.S-clauseM-Clause 

Simple: I know the blind boy.

Complex: I know the boy who is blind. 

M-Clause S-clause Subordinate Conjunctions: As, since, though, if, after, before, wh-words ইত্যাদি। Simple sentence-কে compound করতে হলেও অনুরূপভাবেই (complex এর মতই) আরও একটি নতুন Clause তৈরি করতে হবে। তবে উহা Subordinate Clause না হয়ে Co-ordinate Clause রূপে ব্যবহৃত হবে এবং Coordinating Conjunction দ্বারা যুক্ত করতে হবে। Coordinating Conjunctions: And, but, or, so, because, and so, for ইত্যাদি। Simple : I saw a wounded bird.


Compound: I saw a bird and it was wounded.

C-Clause C-Conj. C-Clause 

Simple: Going there, I met him.

Compound: I went there and I met him.

 C-Clause C-Conj. C-Clause 

Simple: I know the blind boy.

Compound: I know the boy and he is blind.

 C-Clause C-Conj. C-Clause Compare the sentences:

‍Simple: He came after sunset.

Prep.Noun 

Complex: He came after the sun had set.

M-Clause s-conj S-Clause 

Compound: The sun set and he came.

 C-Clause C-Conj. C-Clause 

Simple: In spite of trying hard, he could not succeed.

Prep. PhraseNoun 

Complex: Though he tried hard, he could not succeed.

 &nbspS-Conj.S-clause M-Clause 

Compound: He tried hard but he could not succeed.

 C-Clause &nbspC-Conj.C-Clause 

Simple sentence-কে Complex বা Compound করতে নতুন Clause তৈরি করতে হয় এবং ক্ষেত্র বিশেষে যথাক্রমে Subordinating বা Coordinating Conjunction দ্বারা যুক্ত করতে হয়।

অাবার, Complex sentence কে Simple করতে হলে Subordinating Clause-টির Finite Verb-টি হয় তুলে দিতে হয় অথবা Non-finite Form-এ রূপান্তর করতে হবে এবং অবশ্যই তখন Verb-এর Subject-টি-ও বাদ হয়ে যাবে। ফলে Subordinate Clauseটি Finite Verb বিহীন শব্দগুচ্ছ অর্থাৎ একটি Phrase-এ পরিনত হয় ফলতঃ Subordinating Conjunction-টিরও আর কোন দরকার থাকবে না। এবং বাক্যটি এক Clause বিশিষ্ট বাক্যে রূপান্তরিত হয় অর্থাৎ Simple Sentence-এ পরিনত হয়। Complex : I know what his name is.

Simple: I know his name. ('To be') verb-টি উঠে গেল।)

Complex: If you drink milk, you can get vitamins.

Simple: Drinking milk, you can get vitamins.

Or, By drinking milk, you can get vitamin. Compound Sentence-কে Simple করতে হলেও Co-ordinate Clause দুটি থেকে সুবিধা মত যে কোন একটিকে বেছে নিয়ে উহার Finite Verb তুলে দিতে হবে অথবা উহাকে non-finite verb-এ রূপান্তর করতে হবে।

আর Complex Sentence-এ রূপান্তর করতে হলে, Clause দু’টি ঠিকই থাকবে। তবে Coordinating Conjunction-এর পরিবর্তে Subordinating Conjunction ব্যবহার করতে হবে। Study the Following Sentence Simple : Eating rich, he came to school.

Complex: After he had eaten rice, he came to school.

Compound: He ate rice and he came to school.

Complex: If you read, you will learn.

Simple: By reading, you will learn.

Compound: Read and you will learn.

Compound: He is very weak and he cannot walk.

Complex: As he is very weak, he cannot walk.

Or, He is so weak that he cannot walk.

Simple: He is too weak to walk.

 Or, He cannot walk for his very much weakness.

Sequence of Tenses (শুধু মাত্র Complex Sentence-এর ক্ষেত্রে প্রযোজ্য

1.Main Clause-টির Past Tense হলে Subordinate Clause-এর অবশ্যই Past Tense হবে।

যেমনঃ I saw him that he was going. 2. তবে Subordinate Clause-টি চিরন্তন সত্য বা habitual fact বুঝালে, Main Clause-এর Past Tense সত্ত্বেও, উহার Present Indefinite Tense হবে। 

যেমনঃI told him that the earth is round. 3. Main Clause-এর Past Tense না হলে, Subordinate Clause প্রয়োজন অনুযায়ী যে কোন Tense-এর হতে পারে।

যেমন, He tells me that you went there.

He will say that I knew him. একই কথাকে simple, Complex ও Compound sentence-এর মাধ্যমে প্রকাশ করা যায়। বাক্যের প্রয়োজন অনুযায়ী একই বাক্যকে উহারা বিভিন্ন সাফল্য দান করে। কোন বাক্য simple sentence-এ ভাল লাগে, কোনটা Complex-এ এবং কোনটি Compound-এ। কাজেই, ভাষার ‍standard বজায় রাখতে এবং ভাষার variation-এর জন্য বিভিন্ন রীতিতে বাক্য গঠনের দক্ষতা অপরিহার্য। সুতরাং, প্রচুর চর্চা বা practice-এর মাধ্যমে বাক্যের এ ধরনের transformation সম্পর্কে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ লক্ষ্যনীয়ঃ Simple sentence-এ একটি মাত্র Clause অর্থাৎ একটি মাত্র Finite Verb ব্যবহার করতে হবে। Complex sentence-এ অবশ্যই একাধিক Clause থাকবে। তবে অবশ্যই একটি Main clause থাকবে এবং অন্যান্য subordinate Clause-কে Subordinating Conjunction দ্বারা যুক্ত করতে হবে। অর্থাৎ, বাক্যটিতে অবশ্যই একাধিক Finite Verb ব্যবহার করতে হবে। Compound Sentence-এও একাধিক Clause থাকবে অর্থাৎ অবশ্যই একাধিক Finite Verb থাকবে। তবে Clause গুলো Co-ordinate Clause হবে এবং Coordinating Conjunction (অর্থাৎ and, but, or, so, because ইত্যাদি) দ্বারা Clause গুলি যুক্ত হবে। 

Complex ও Compound Sentence-এ একাধিক Clause থাকে। পার্থক্য শুধু এই যে, Complex Sentence-এ Subordinate clause থাকে এবং Subordinating Conjunction দ্বারা যুক্ত হয়।

পক্ষান্তরে, Compound Sentence-এ একাধিক Co-ordinate Clause থাকে এবং Coordinating conjunction দ্বারা যুক্ত হয়। 



  • make sentence meaning in Bengali
  • simple sentence meaning in Bengali
  • English sentence meaning in Bengali

  • simple complex compound Bangla
  • simple complex compound board question
  • simple complex compound bangla rules
  • simple complex compound sentence rules in Bengali
  • difference between simple compound complex
  • simple complex compound
  • simple complex compound rules
  • a simple complex compound exercise
  • the simple complex compound sentence in Bengali
  • simple complex compound rules chart
  • simple complex compound sentence
  • simple complex compound example
  • simple complex compound rules Bangla

Comments

Popular posts from this blog

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, wh

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay  ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English  আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন। We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily . English Sekhar Sohoj Upay   Part1   Part2    Part3   Part4   Part5   Part6    Part7    Part8    Part9    Part10 Easy Way To Learn English From Beginner To Advanced level Bangla Website For Learning English ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট প্রাথমিক থেকে উন্নত স্তরে ইংরেজি শেখার সহজ উপায়  English Sekhar Sohoj U

Ami English a Kotha Bolte Chai | আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই

English a kotha bolar sohoj upay ami English a kotha bolte chai ami English sikhte chai আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই স্মুথলি  ইংরেজিতে কথা বলার জন্য প্রথমে কি করা দরকার ? যতটুকু সম্ভব ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনোই স্মুথলি ইংরেজিতে কথা বলা যাবে না এবং আপনার চিন্তা ভাবনা টা ইংলিশে করা উচিত যেমন আজকে কি করেছি কি করব কোথায় যাব এ ধরনের চিন্তা ভাবনা গুলো মানুষের মনে আসে আমরা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করে থাকে তবে চিন্তাভাবনাগুলোকে যদি আমরা বাংলাতে না করে ইংরেজিতে করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে ইংলিশে কথা বলার জন্য এইখানে যে ইংরেজি গুলো আপনারা শিখবেন অবশ্যই তার বাস্তবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রথম ইংলিশে দেয়া হলো তার পর ইংলিশের বংলায় উচ্চারণ দেয়া হলো এবং তারপর তার মানে কি সেটা বাংলায় দেয়া হলো খুব সহজে ইংলিশ শেখার পদ্দতি  Part1    Part2   Part 3   Part4    Part5    Part6   Part7    Part8   Part9 ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ English To Bangla Rely → (রিলাই) = নির্ভর / ভরসা / বিশ্বাস করা Rely on me. → (রিলাই অন মি) = আমার উপর নির্ভর