Skip to main content

Group Verbs in Bangla | Group Verb With Bangla Meaning

Verb এর লিস্ট  বাংলা উচ্চারণ সহ verb বাংলা অর্থ সহ  Regular verb list with bangla meaning

Group Verb With Bangla Meaning কোনো কোনো Verb-এর পর নির্দিষ্ট কিছু Preposition বা Adverb বসালে উক্ত Verb-এর অর্থের পরিবর্তন ঘটে । Preposition বা Adverb সহ ঐসব Verb-কে Phrasal verbs বা Group verts বলে। যেমন— Bring অর্থ আনয়ন করা কিন্তু Bring up মানে লালন-পালন করা। এখানে Bring up হচ্ছে Phrasal verb বা Group verb.


Verb List বাংলা অর্থ সহ

A—

Act on =কোনো কিছু অনুসারে কাজ করা।

Act up to = আশানুরূপ কাজ করা।

Act upon = কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা, ক্ষতি করা।


B—

Bear off  = জয় করে নেয়া।

Bear on  = সম্পর্ক, সম্বন্ধযুক্ত হওয়া।

Bear out  = সমর্থন করা।

Bear with  = সহ্য করা।

Blow away  = উড়িয়ে নিয়ে যাওয়া।

Blow off  = নির্গত করা।

Blow out = নিভিয়ে ফেলা।

Blow up = বিস্ফোরিত হওয়া, উড়িয়ে দেয়া।

Break away = ভেঙে বের হওয়া।

Break down = ভেঙে পড়া।

Break in = জোড়পূর্বক প্রবেশ করা, কথার মাঝে কথা বলা।

Break into = ভেঙে প্রবেশ করা।

Break out = বিস্তার লাভ করা, ছড়িয়ে দেয়া।

Break through = জোড় করে ঢোকা।

Break up = শেষ হওয়া।

Bring about = ঘটানো।

Bring forth = উৎপন্ন করা।

Bring in = প্রচলন করা, দেয়া।

Bring up = লালন-পালন করা।


C—

Call at = কোন স্থানে গিয়ে দেখা করা।

Call for = চাওয়া।

Call in = ডেকে আনা।

Call off = প্রত্যাহার করা।

Call on = দেখা করা।

Call out = ডেকে পাঠানো, চিৎকার করা।

Call up = স্মরণ করা, দেখানো।

Carry away = বাহিত হওয়া, প্রভাবিত করা।

Carry off = বাহিত হওয়া, জীবন নেয়া, বিজয়ী হওয়া।

Carry on = চালিয়ে যাওয়া।

Carry out = পালন করা।

Cast aside = ছুঁড়ে ফেলা, বাদ দেয়া।

Cast off = ছুঁড়ে ফেলা, বাদ দেয়া।

Come after = পিছনে তাড়া করা।

Come away =  খুলে যাওয়া।

Come by = পাওয়া।

Come from = কোন স্থান থেকে আসা।

Come of = উদ্ভূত হওয়া, জন্মগ্রহণ করা।

Come off = অনুষ্ঠিত হওয়া।

Come on = দ্রুত চলা।

Come out = প্রকাশিত হওয়া।

Come round = সুস্থ হওয়া।

Cut down = কাটা, হ্রাস করা।

Cut off = বিচ্ছিন্ন করা, মারা যাওয়া।

Cut out = উপযুক্ত, পরাস্ত করা, সেবাদান বন্ধ করা।

Cut up = মর্মাহত হওয়া, টুকরা টুকরা করা।


D—

Do up = অত্যন্ত ক্লান্ত, আটকে থাকা, পরিপাটি করা।

Do without = কোন কিছু ছাড়া চলা।

Dwell on/upon = চিন্তা করা।


F—

Fall back = পিছু হটা, ফিরে যাওয়া।

Fall from = ক্ষমতাচ্যুত হওয়া, বাহির হওয়া।

Fall in = সারিবদ্ধ হওয়া।

Fall in with = সম্মত হওয়া।

Fall into = বিভক্ত হওয়া।

Fall off = খসে/ঝড়ে পড়া।

Fall on = ন্যস্ত হওয়া, আক্রমণ করা।

Fall through = নিষ্ফল হওয়া।


G—

Get along = চলা, চালানো।

Get away = পালানো।

Get by = চালানো, জীবন নির্বাহ করা।

Get down = মনোযোগ দেয়া, নামা, লেখা।

Get in = উপস্থিত হওয়া।

Get into = বিপদে পড়া, মিশে যাওয়া।

Get off = যাত্রা করা।

Get after = অনুসরণ করা।

Get on = চলা, অগ্রসর হওয়া।

Get out = বের হওয়া, দূর করা।

Get through = সেরে ওঠা, উত্তীর্ণ হওয়া।

Get up =ওঠা, তৈরি করা।

Give away = সমর্পন করা, দান করা।

Give in = মেনে নেয়া।

Give off = দেয়া।

Give over to = হস্তান্তর করা।

Give up = ত্যাগ করা।

Go about = ঘুরে বেড়ানো, বিস্তার লাভ করা, চালিয়ে যাওয়া।

Go after = অনুসরণ করা।

Go along = মেনে নেয়া, নিষ্ঠার সাথে চালিয়ে যাওয়া।

Go away = চলে যাওয়া।

Go back on/upon = খেলাপ করা।

Go by = অতিক্রান্ত হওয়া, পরিচিত হওয়া।

Go down = অস্ত যাওয়া, হ্রাস পাওয়া, মাটিতে পড়া, পানিতে ডুবে যাওয়া, নষ্ট হওয়া।

Go for = আনতে যাওয়া, আক্রমণ করা, পছন্দ করা।

Go in for = পরীক্ষা দেয়া, প্রতিযোগিতা করা।

Go off = বিস্ফোরিত হওয়া, প্রস্থান করা।

Go on = চালিয়ে যাওয়া, চালু হওয়া।

Go round/around = চক্রাকারে ঘোরা, যথেষ্ট থাকা।

Go through = পাঠ করা।


H—

Hand over = সমর্পণ করা।

Hang about/around = সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা, অপেক্ষা করা।

Hang back = পশ্চাদপদ হওয়া।

Hang on = কারো ওপর নির্ভর করা, অপেক্ষা করা।


L—

Look about = খোঁজ করা।

Look after = দেখাশুনা করা।

Look at = তাকানো।

Look down upon = ঘৃণা করা।

Look for =খোঁজা।

Look into = তদন্ত করা।

Look on = মনে করা।

Look out = বাইরে তাকানো, সজাগ থাকা।

Look over = পরীক্ষা করা।

Look through = যত্নের সাথে পরীক্ষ করা, দ্রুত পড়া।

Look to = মনোযোগী হওয়া।

Look up = খুঁজে বের করা।

Look up to = সম্মান করা।

Look upon = গণ্য করা।


M—

Make of = নির্মাণ করা, বুঝা।

Make off = পালিয়ে যাওয়া।

Make out = বুঝা।

Make over = অর্পণ করা।

Make up = ক্ষতি পূরণ দেয়া, মনস্থির করা, মিটিয়ে ফেলা, পূর্ণ করা।

Make up of = গঠিত হওয়া।


P—

Put away = সরিয়ে রাখা, ছেড়ে দেয়া।

Put down = ভেঙে ফেলা, লেখা, দমন করা।

Put forward = উত্থাপন করা।

Put off = খোলা, স্থগিত করা।

Put on = পরিধান করা, যোগ করা।

Put out = নিভানো, প্রসারিত করা।

Put together = একত্রিত করা।

Put up = বাস করা, তোলা, লটকানো।

Put up with = সহ্য করা।


R—

Run about = দ্রুত/এদিক সেদিক দৌড়াদৌড়ি করা।

Run across = হঠাৎ সাক্ষাত হওয়া।

Run after = ধাওয়া করা।

Run away = পালিয়ে যাওয়া, ঘর ছাড়া, চুরি করা।

Run down = ছুটে/দৌড়ে ধরা।

Run into = পতিত হওয়া, জড়িত হওয়া।

Run out = ফুরিয়ে যাওয়া।

Run over = পিষ্ট হওয়া।

Run through = ভেদ করা।

Run upon = ধাক্কা খাওয়া, পরিকল্পনা করা।


S—

See off = বিদায় জানানো।

See through = তদন্ত করা।

Set about = শুরু করা।

Set down = লেখা, নামানো।

Set in = শুরু হওয়া।

Set off = যাত্রা শুরু করা।

Set out = যাত্রা শুরু করা, ছড়িয়ে দেয়া।

Set up = স্থাপন করা।

Stand against = বাধা দেয়া, বিরুদ্ধে দাড়ানো।

Stand aside = সরে দাঁড়ানো।

Stand by = পাশে দাঁড়ানো।

Stand for = বুঝানো।

Stand off = দূরে থাকা।

Stand up for = পক্ষ সমর্থন করা।


T—

Take after = দেখতে এক রকম হওয়া।

Take away = সরিয়ে নেয়া।

Take down = লেখা।

Take for = মনে করা, গণ্য করা।

Take off = খুলে ফেলা, অনুকরণ করা।

Take over = গ্রহণ করা।

Take to = অভ্যাস করা, আসক্ত হওয়া।

Tell upon = হানি করা, ক্ষতি করা।

Turn after = সদৃশ্য হওয়া।

Turn down = নাকচ করা, অগ্রাহ্য করা।

Turn off = বন্ধ করা।

Turn on = চালু করা।

Turn over = উল্টানো।

Turn up = হাজির হওয়া।  

Comments

Popular posts from this blog

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, wh

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay  ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English  আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন। We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily . English Sekhar Sohoj Upay   Part1   Part2    Part3   Part4   Part5   Part6    Part7    Part8    Part9    Part10 Easy Way To Learn English From Beginner To Advanced level Bangla Website For Learning English ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট প্রাথমিক থেকে উন্নত স্তরে ইংরেজি শেখার সহজ উপায়  English Sekhar Sohoj U

Ami English a Kotha Bolte Chai | আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই

English a kotha bolar sohoj upay ami English a kotha bolte chai ami English sikhte chai আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই স্মুথলি  ইংরেজিতে কথা বলার জন্য প্রথমে কি করা দরকার ? যতটুকু সম্ভব ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনোই স্মুথলি ইংরেজিতে কথা বলা যাবে না এবং আপনার চিন্তা ভাবনা টা ইংলিশে করা উচিত যেমন আজকে কি করেছি কি করব কোথায় যাব এ ধরনের চিন্তা ভাবনা গুলো মানুষের মনে আসে আমরা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করে থাকে তবে চিন্তাভাবনাগুলোকে যদি আমরা বাংলাতে না করে ইংরেজিতে করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে ইংলিশে কথা বলার জন্য এইখানে যে ইংরেজি গুলো আপনারা শিখবেন অবশ্যই তার বাস্তবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রথম ইংলিশে দেয়া হলো তার পর ইংলিশের বংলায় উচ্চারণ দেয়া হলো এবং তারপর তার মানে কি সেটা বাংলায় দেয়া হলো খুব সহজে ইংলিশ শেখার পদ্দতি  Part1    Part2   Part 3   Part4    Part5    Part6   Part7    Part8   Part9 ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ English To Bangla Rely → (রিলাই) = নির্ভর / ভরসা / বিশ্বাস করা Rely on me. → (রিলাই অন মি) = আমার উপর নির্ভর