Skip to main content

Common Mistakes in English Bangla version | ইংরেজি ভুল সংশোধন ইংরেজিতে সাধারণ ভুলগুলো।

Common Mistakes in English Bangla Version We try to explain how to correct  Common Mistakes in English


1. Incorrect: I come here for learning English.
Correct: I come here to learn English.

Note : Purpose (উদ্দেশ্য) বোঝালে infinitive বসে; gerund হবে না।

2.  Incorrect: He says he is not afraid of nobody.
Correct: He says he is afraid of nobody.
Or, He says he is not afraid of anybody.

Note : একটি clause এ double negative ব্যবহার করা যাবে না।

3.  Incorrect: I was absent one time or two times.
Correct: I was absent once or twice.

Note : One time, two times এগুলোর পরিবর্তে once এবং twice ব্যবহার করতে হবে।

4.  Incorrect: A day a fox was very hungry.
Correct: One day a fox was very hungry.

Note : One এর পরিবর্তে a অথবা an ব্যবহার করা যাবে না যখন one অর্থ a certain thing (একটি নির্দিষ্ট কোনকিছু) ।

5.  Incorrect: The more people will agree with me.
Correct: Most people will agree with me.

Note : The majority of (বেশিরভাগ) বোঝাতে most ব্যবহার করতে হবে।

6.  Incorrect: I spend my holidays in a country.
Correct: I spend my holidays in the country.

Note : a country হচ্ছে কোন একটি দেশ যেমন- Bangladesh, India, England এবং the country হচ্ছে শহরের বাইরের অংশ যেখানে মাঠ, বন, পাহাড় ইত্যাদি থাকে|

7.  Incorrect: Any of these two books is good.
Correct: Either of these two books is good.

Note: Either ব্যবহার করা হয় দুইটির  মধ্যে যে কোন একটি বোঝাতে আর  Any ব্যবহার করা হয় দুই এর অধিক এর  মধ্যে যে কোন একটি বোঝাতে।

8. Incorrect: He speaks neither English or French.
Correct: He speaks neither English nor French.

Note : neither এর সাথে nor বসে; কখনও or বসে না।

9.   Incorrect: Either Rajib nor Mary will do the work.
Correct: Either Rajib or Mary will do the work.

Note : Either এর পরে or বসে, কখনও nor বসে না।

10. Incorrect: Both of them did not go to school.
Correct: Neither of them went to school.

Note : Affirmative sentence- এ দুই এর মধ্যে উভয়টি বোঝাতে both এবং negative sentence এ দুই এর মধ্যে কোনটিই নয় বোঝাতে neither বসে।

Common Mistakes in English- 02
------------------------------

1.    Incorrect: Do your work without to speak.
Correct: Do your work without speaking.

Note : Preposition এরপর verb এর ing form বসে|

2.    Incorrect: He is quite capable to do that.
Correct: He is quite capable of doing that.

Note : Capable এবং incapable এরপর of + (Verb+ing) বসাতে হয়|

3.    Incorrect: Mary is able of doing the work.
Correct: Mary is able to do the work.

Note : able এবং unable এরপর infinitive বসে|

4.    Incorrect: I object to be treated like this.
Correct: I object to being treated like this.

Note: Object to, accustomed to, look forward to, a mission to, confess to, with a/the view to, surprise to এরপর verb + ing বসে|

5.    Incorrect: Rajib is used to get up early.
Correct: Rajib is used to getting up early.

Note : get/ be + used to Gici verb + ing e‡m| কিন্তু শুধুমাত্র used to এর পরে verb এর simple form বসে।

6.    Incorrect: You might went there.
Correct: You might go there.

Note: Modal auxiliary-র পর verb এর simple form বসে।

7.    Incorrect: It is me.
Correct: It is I.

Note: ‘to be” verb এর পর pronoun এরsubjective form হবে, objective form হবে না।

8.    Incorrect: I have a brother which is at school
Correct: I have a brother who is at school.

Note : which বসে বস্তু এবং ইতর প্রাণীর ক্ষেত্রে, আর who, whom এবং whose বসে মানুষের ক্ষেত্রে|

9.    Incorrect: These two boys help one another.
Correct: These two boys help each other.

Note : দু’য়ের মধ্যে পারষ্পরিক কোন কিছু বোঝাতে each other বসে।

10.  Incorrect: These three boys help each other.
Correct: These three boys help one another.

Note : দুই এর অধিক এর মধ্যে পারষ্পরিক কোন কিছু বোঝাতেone another বসে।


Common Mistakes in English-03
------------------------------
 
1.   Incorrect: Please give me one other book.
Correct: Please give me another book.

Note : আরও যে কোন একটি বোঝাতে another বসে, one other বা an other বসে না।

2.   Incorrect: John is the tallest of the two boys.
Correct: John is the taller of the two boys.

Note : দুইটি ব্যক্তি বা বস্তুকে যখন compare করা হয়, তখন comparative degree হবে, superlative degree হবে না।

3.   Incorrect: John is taller from his brother.
Correct: John is taller than his brother.

Note : Comparative degree তে than বসে, কিন্তু from বসে না।

4.   Incorrect: In the afternoon I stay home.
Correct: In the afternoon I stay at home.

Note : in the house বোঝাতে at home বসে, কিন্তু come ও go এর সাথে কোন preposition বসে না। Ex- I want to go home.

5.   Incorrect: English is not easy to be learnt.
Correct: English is not easy to learn.

Note: easy, difficult, hard, heavy good, etc. এই adjective গুলির পরে active infinitive বসে।

6.   Incorrect: As usually, he left his pen at home.
      Correct: As usual, he left his pen at home.

Note : As usual হচ্ছে as is usual এর সংক্ষিপ্ত রূপ;as usually এই phrase টি incorrect.

7.   Incorrect: The student gave his examination.
Correct: The student took his examination.

Note : পরীক্ষা দেয়া বোঝালে take অথবা sit for বসে,  আর পরীক্ষা নেয়া বোঝালে give অথবা set বসে।

8.   Incorrect: I shall speak him about that.
Correct: I shall speak to him about that.

Note : speak এরপর preposition বসবে।

9.   Incorrect: Can you supply me all I need?
Correct: Can you supply me with all I need?

Note: Supply someone with something এর পরিবর্তে supply someone something হবে না।

10. Incorrect: Think of a number and then double it.
Correct: Think of a number and then double it.

Note : কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে চিন্তা করা বোঝাতে think এর think of হবে।

Comments

Popular posts from this blog

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, wh

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay  ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English  আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন। We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily . English Sekhar Sohoj Upay   Part1   Part2    Part3   Part4   Part5   Part6    Part7    Part8    Part9    Part10 Easy Way To Learn English From Beginner To Advanced level Bangla Website For Learning English ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট প্রাথমিক থেকে উন্নত স্তরে ইংরেজি শেখার সহজ উপায়  English Sekhar Sohoj U

Ami English a Kotha Bolte Chai | আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই

English a kotha bolar sohoj upay ami English a kotha bolte chai ami English sikhte chai আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই স্মুথলি  ইংরেজিতে কথা বলার জন্য প্রথমে কি করা দরকার ? যতটুকু সম্ভব ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনোই স্মুথলি ইংরেজিতে কথা বলা যাবে না এবং আপনার চিন্তা ভাবনা টা ইংলিশে করা উচিত যেমন আজকে কি করেছি কি করব কোথায় যাব এ ধরনের চিন্তা ভাবনা গুলো মানুষের মনে আসে আমরা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করে থাকে তবে চিন্তাভাবনাগুলোকে যদি আমরা বাংলাতে না করে ইংরেজিতে করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে ইংলিশে কথা বলার জন্য এইখানে যে ইংরেজি গুলো আপনারা শিখবেন অবশ্যই তার বাস্তবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রথম ইংলিশে দেয়া হলো তার পর ইংলিশের বংলায় উচ্চারণ দেয়া হলো এবং তারপর তার মানে কি সেটা বাংলায় দেয়া হলো খুব সহজে ইংলিশ শেখার পদ্দতি  Part1    Part2   Part 3   Part4    Part5    Part6   Part7    Part8   Part9 ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ English To Bangla Rely → (রিলাই) = নির্ভর / ভরসা / বিশ্বাস করা Rely on me. → (রিলাই অন মি) = আমার উপর নির্ভর