Skip to main content

Case Meaning in Bengali | Case Grammar in Bangla

Case কাকে বলে কত প্রকার ও কী কী বিস্তারিতভাবে শিখুন Case Grammar in Bangla Case Kake bole Case Mane ki

  • Case meaning in Bengali

  1. Nominative case meaning in Bengali
  2. Objective case meaning in Bengali
  3. Possessive case meaning in Bengali
  4. Vocative case meaning in Bengali

Case এর সংজ্ঞা

কোন Sentence এ Verb এর সাথে সেই Sentence এ ব্যবহৃত Noun বা Pronoun এর যে সম্পর্ক থাকে তাকে Case বা কারক বলে।

 যেমন :

Noman caught a bird = নোমান একটি পাখি ধরিয়াছিল।

She has a doll = তাহার একটি পুতুল আছে।

Rony did the work = রনি কাজটি করিয়াছিল।

Fateha reads Arabic = ফাতেহা আরবী পড়ে।

উপরের Sentence গুলোর প্রথমটিতে caught verb এর সহিত Noman এবং bird এর, দ্বিতীয় sentence  এ has verb এর সহিত she এবং doll এর, তৃতীয় sentence এ did verb এর সহিত Rony এবং the work এর এবং চতুর্থ sentence এ read verb এর সহিত Fateha এবং Arabic এর সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককেই Case বলে।


Case এর প্রকারভেদ : Case চার প্রকার।

যথা :-

1. Nominative Case (কর্তৃকারক) 

2. Objective Case (কর্মকারক)

3. Possessive Case (সম্বন্ধ পদ)

4. Vocative Case (সম্বোধন পদ)


Nominative Case ( কর্তৃকারক )

 যে Noun বা Pronoun , Sentence এর Verb এর কার্য সম্পাদন করে তাকে Nominative Case বলে।

যেমন :

Fateha reads Arabic =  ফাতেহা আরবী পড়ে।

They play football = তাহারা ফুটবল খেলে।

Rony goes to school = রনি স্কুলে যায়।

Ritu drinks milk = রিতু দুধ পান করে।


Objective Case ( কর্মকারক )

 যদি কোন Noun বা Pronoun কোন Transitive Verb অথবা Preposition এর Object হয় তখন তাকে Objective Case বলে।

যেমন :

Fateha reads Arabic = ফাতেহা আরবী পড়ে।

They play football = তাহারা ফুটবল খেলে।

Ritu drinks milk = রিতু দুধ পান করে।

I know him  = আমি তাহাকে চিনি।                       


Possessive Case ( সম্বন্ধ পদ )

Sentence এ অবস্থিত কোন Noun বা Pronoun এর সাথে অন্য কোন Noun বা Pronoun এর যে সম্বন্ধ বা অধিকার প্রকাশ করে তাকে Possessive Case বলে।

যেমন :

Tania's pen is red = তানিয়ার কলমটি লাল।

This is Rony's bag = এই হয় রনির ব্যাগ।

Rina's book is new = রিনার বইটি নতুন।

Tina's sharee is nice = তিনার শাড়ীটি সুন্দর।


Vocative Case ( সম্বোধন পদ )

 যে Noun কে সম্বোধন করে কিছু বলা হয় তাকে Vocative Case বলে।

যেমন :

Hello ! How are you ? = এই যে ! কেমন আছ ?

Hey Tanim! What are you doing? = এই তিনা! কি করিতেছ?

Lina Come here = লিনা এখানে এসো।

Ladies and gentlemen, the meeting is over  = ভদ্র মহিলা এবং মহোদয়গন, সভা শেষ হয়েছে।


Comments

Popular posts from this blog

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, wh

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay  ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English  আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন। We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily . English Sekhar Sohoj Upay   Part1   Part2    Part3   Part4   Part5   Part6    Part7    Part8    Part9    Part10 Easy Way To Learn English From Beginner To Advanced level Bangla Website For Learning English ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট প্রাথমিক থেকে উন্নত স্তরে ইংরেজি শেখার সহজ উপায়  English Sekhar Sohoj U

Prefix Meaning in Bengali | Suffix Meaning in Bengali

Suffix And Prefix rules in Bangla Suffix Meaning Bangla Prefix Meaning Bangla প্রিফিক্স কি Suffix Prefix কি Prefix শব্দের অর্থ কি Prefix এর মানে কি Suffix মানে কি Suffix অর্থ কি Suffix And Prefix Meaning in Bengali Prefix (উপসর্গ) : যে Letter বা Letter সমষ্টি কোন Word এর পূর্বে যুক্ত হয়ে উহার কতকটা পরিবর্তন সাধন করে, তাকে Prefix বলে।  কোন ওয়ার্ড-এর সাথে যুক্ত না হলে, শুধু Prefix এর কোন পূর্ন অর্থ নেই। যেমন: Un, dis, mis, in ইত্যাদি। Prefix + Word = New Word / Changed Word un + necessary = unnecessary dis + favour = disfavour mis + take = mistake in + correct = incorrect +  = +  = Suffix (প্রত্যয়) : যে Letter বা Letter সমষ্টি কোন Word এর শেষে বা অন্তে যুক্ত হয়ে উহার কতকটা পরিবর্তন সাধন করে, তাকেSuffix বলে। Prefix-এর মত Suffix-এর ও নিজস্ব কোন অর্থ নেই। কিন্তু, এরা উভয়েই Word-কে ভিন্ন মাএা প্রদান করে। Word + Suffix = New Word / Changed Word rapid + ly = rapidly kinf + ness = kindness examine + tion = ezamination care + ful = careful Prefix বা Suffix কোনটিরই নিজস্ব কোন শাব্দিক অর্থ নেই।